পুণে: দু’বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ছেলে। কিন্তু তাঁর সংরক্ষিত শুক্রাণুর সাহায্যেই সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা হয়েছেন এক মহিলা। সেইসঙ্গেই ঠাকুমা হয়ে গেলেন পুণের এক মহিলা। নাতি-নাতনির জন্ম হওয়ায় ছেলের মৃত্যুর শোক কিছুটা হলেও ভুলতে পারলেন তিনি।
রাজশ্রী পাতিল নামে এই মহিলা জানিয়েছেন, ‘আমার ছেলে প্রথমেশ ২০১০ সালে জার্মানিতে মাস্টার ডিগ্রি করতে যায়। সেখানেই ওর ব্রেন টিউমার ধরা পড়ে। এই খবর আমাদের পরিবারের কাছে বড় ধাক্কা ছিল। জার্মানির স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, প্রথমেশকে কেমোথেরাপি ও রেডিয়েশন প্রক্রিয়া শুরু করতে হবে। চিকিৎসা সম্পূর্ণ হওয়ার পর ওর শরীরে যাতে কোনওরকম নেতিবাচক প্রভাব না পড়ে, সেটা নিশ্চিত করার জন্য ওকে শুক্রাণু সংরক্ষিত করারও পরামর্শ দেন চিকিৎসকরা। ওর ধনুষ্টঙ্কার হয় এবং দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। স্টেজ ফোর ক্যান্সারের কথা জানতে পেরে আমার প্রথমেই মনে হয়, ওকে দেশে ফিরিয়ে আনতে হবে। ২০১৩ সালে ওকে দেশে ফিরিয়ে এনে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করি আমরা। সেখানে ওর স্বাস্থ্যের উন্নতি হচ্ছিল। কিন্তু ওর আবার ধনুষ্টঙ্কার হয় এবং রেকারিং টিউমার ধরা পড়ে। ২০১৬ সালের সেপ্টেম্বরে ম্যালিগন্যান্ট টিউমারে ওর মৃত্যু হয়।’
ছেলের মৃত্যুর পর তাঁকে ফিরে পাওয়ার লক্ষ্যে জার্মানি থেকে সংরক্ষিত শুক্রাণু দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেন রাজশ্রী। জার্মানি থেকে সেই শুক্রাণু আসার পর সেটি সহ্যাদ্রি হাসপাতালের আইভিএফ বিভাগে জমা দেন রাজশ্রী। সেই শুক্রাণুর সাহায্যেই সোমবার একটি ছেলে ও একটি মেয়ের জন্ম দিয়েছেন এক মহিলা। এই খবর পেয়ে রাজশ্রীর খুশির অন্ত নেই।
কাজে লাগল মৃত ছেলের সংরক্ষিত শুক্রাণু, যমজ বাচ্চার ঠাকুমা হলেন পুণের মহিলা
Web Desk, ABP Ananda
Updated at:
15 Feb 2018 06:17 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -