নয়াদিল্লি: কেন্দ্রের বিতর্কিত কৃষি বিলের প্রতিবাদে পঞ্জাবে নানা জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল পোড়ালেন কৃষকরা। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে প্রকাশ, দশেরা উপলক্ষ্যে রবিবার মোদির পাশাপাশি বড় শিল্পপতিদের কুশপুতুলও জ্বালানো হয়। দেশের যে রাজ্য়গুলিতে মোদি সরকারের তিন কৃষি বিলের বিরুদ্ধে প্রবল অসন্তোষ দেখাচ্ছে কৃষক সমাজ, পঞ্জাব তাদের অন্যতম। গতকালের কৃষকদের ক্ষোভের উল্লেখ করে রাহুল গাঁধী বললেন, এটা বিপজ্জনক নজির তৈরি করল। প্রধানমন্ত্রীকে কৃষকদের কাছে পৌঁছে তাদের ক্ষোভের কারণ জানার পরামর্শ দিয়েছেন রাহুল। কংগ্রেস সাংসদ ট্যুইট করেছেন, গতকাল পঞ্জাবের সর্বত্র এমন হয়েছে। এটা দুঃখজনক যে, পঞ্জাব প্রধানমন্ত্রীর ওপর এতটা ক্ষুব্ধ, রাগে ফুঁসছে। এটা প্রবল অশনি সঙ্কেত, দেশের পক্ষেও খারাপ, উদ্বেগজনক। প্রধানমন্ত্রীর অবশ্যই উচিত দ্রুত ওদের কথা শুনে, ক্ষোভ প্রশমনে ব্যবস্থা নেওয়া।

কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির ব্যানারে প্রধানমন্ত্রী, শিল্পপতিদের কুশপুতুল পোড়ানো চাষিরা কেন্দ্রের তিনটি কৃষি বিলকেই কালা আইন আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবিতে মোদি সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। কৃষক আন্দোলনের নেতা জগমোহন সিংহ জানান, রাজ্যের একাধিক স্থানে কৃষকরা প্রধানমন্ত্রী, কেন্দ্রের সরকারের কুশপুতুল পুড়িয়েছেন।

কংগ্রেস সহ বিরোধীরা আগেই দাবি করেছে, সরকারের আনা তিনটি বিলেরই উদ্দেশ্য কৃষি ক্ষেত্রকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়া যার ফলে কৃষকরা ন্যুনতম সহায়ক মূল্যের (এমএসপি) সুবিধা থেকে বঞ্চিত হবেন।

যদিও পাল্টা বিলগুলি কৃষকদের বিজ্ঞাপিত এপিএমসি মার্কেট বা মান্ডির বাইরে নিজেদের পণ্য বিক্রি করার স্বাধীনতা দেবে বলে সরকারের যুক্তি। কৃষকরা যাতে প্রতিযোগিতামূলক লেনদেনের চ্যানেলের মাধ্যমে পণ্যের লাভজনক দাম আদায় করতে পারেন, তাতে সাহায্য করবে বিল। কৃষকদের পণ্য বিক্রির জন্য কোনও সেস বা লেভি দিতে হবে না। তাঁরা কৃষিপণ্য ব্যবসায় যুক্ত সংস্থা, প্রসেসর, পাইকারি ব্যবসায়ী, রপ্তানিকারী বা বড় খুচরো ব্যবসায়ীদের সঙ্গে পূর্ব নির্ধারিত দামে পণ্য বিক্রির চুক্তি করার স্বাধীনতা পাবেন। তাছাড়া বাজারের অনিশ্চয়তার দায় চাষিদের থেকে স্পনস্পরদের ঘাড়ে তুলে দেওয়াও বিলের উদ্দেশ্য।