অমৃতসর:  ভারতে সম্ভবত প্রথম। বাড়িতে যেকোনও রকমের পোষ্য, যেমন গরু, ছাগল, কুকুর, শুয়োর, ঘোড়া, বিড়াল রাখলেই পঞ্জাব সরকারকে দিতে হবে কর। এক নয়া নির্দেশিকা জারি করে একথা বলা হয়েছে রাজ্যের সরকারের তরফে। পঞ্জাব সরকারের তরফে এক নির্দেশিকা জারি করে রাজ্যের মন্ত্রী নভজত্ সিংহ সিধু বলেছেন, এখন থেকে রাজ্যবাসীরা যদি বাড়িতে কেউ গরু, ছাগল, মোষ, বিড়াল, কুকুর পোষেন, তাহলে তাঁদের সেইজন্যে কর দিতে হবে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, যদি কেউ বাড়িতে কুকুর, বিড়াল, শুয়োর পোষে, তাহলে তাকে প্রতিবছ আড়াইশো টাকা করে দিতে হবে। কেউ যদি মোষ, গরু, উট, ঘোড়া, হাতি পোষে তাহলে তাকে ৫০০ টাকা করে প্রতিবছর কর দিতে হবে। জানা গিয়েছে প্রতিটি পোষ্যকে ব্র্যান্ডিং কোড বা আইডেন্টিফিকেশন নম্বর দেওয়া হবে। এছাড়া এখন থেকে বাড়িতে পোষ্য রাখতে গেলে সরকারের থেকে লাইসেন্স নিতে হবে, যেটা প্রতিবছর পুনর্ণবীকরণ করতে হবে।