ভাতিন্ডা: সহকর্মীকে খুনের অভিযোগে গ্রেফতার বায়ুসেনার এক সার্জেন্ট। পঞ্জাবের ভিসিয়ানায় রায়ুসেনা দফতরের ওই সার্জেন্ট ও তাঁর স্ত্রী বায়ুসেনারই এক কর্পোরালের দেহ কেটে ১৬ টুকরো করে পলিথিনের ব্যাগে ঢুকিয়ে বাড়ির আলমারি ও ফ্রিজে রেখেছিলেন বলে অভিযোগ।
সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বায়ুসেনার ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ক্যান্টিনের কর্পোরাল বিপিন শুক্লার খণ্ডবিখণ্ড দেহ উদ্ধার করেছে পুলিশ। ১৬ টি পলিথিন ব্যাগে ভরে শুক্লার দেহের টুকরোগুলি অভিযুক্তের কোয়ার্টারের বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল।
দেহ উদ্ধারের আগে শুক্লা নিখোঁজ ছিলেন। অভিযুক্ত সুলেশ কুমার ও তাঁর স্ত্রী অনুরাধাকে গ্রেফতার করা হয়েছে এবং ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। যদিও সুলেশের শ্যালক শশী ভূষণ বেপাত্তা হয়ে গিয়েছেন। তিনি মার্চেন্ট নেভিতে কর্মরত।
নিহত ২৭ বছরের শুক্লা উত্তরপ্রদেশের গোন্ডার বাসিন্দা। ২০০৯-এ তিনি বায়ুসেনায় যোগ দিয়েছিলেন। ২০১৪-র মে মাসে ভিসিয়ানায় এয়ারফোর্স স্টেশনে নিযুক্ত হন তিনি। গত ৮ ফেব্রুয়ারি তিনি নিখোঁজ হয়ে যান। তাঁর স্ত্রী কুমকুমের অভিযোগের ভিত্তিতে গত ১৫ ফেব্রুয়ারি ভাতিন্ডার নাথানার পুলিশ অপহরণের মামলা দায়ের করে।
এলাকায় তল্লাশির সময় সুলেশ কুমার কোয়ার্টার থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে বলে পুলিশ জানতে পারে। এরপর বাড়িতে তল্লাশির সময় শুক্লার টুকরো টুকরো দেহ উদ্ধার করা হয়।
সুলেশ অপরাধ কবুল করেছেন বলে পুলিশ জানিয়েছে। সুলেশ জেরায় জানিয়েছেন, স্ত্রী অনুরাধার সঙ্গে শুক্লার বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক থাকার কারণেই তিনি খুনের সিদ্ধান্ত নেন।
ভাতিন্ডার পুলিশ সুপার জানিয়েছেন, শুক্লার সঙ্গে সম্পর্কের কারণে অন্তঃস্বত্ত্বা হয়ে পড়েন অনুরাধা। তখন তিনি শুক্লাকে বিয়ে করতে বলেন। কিন্তু শুক্লা তা অস্বীকার করেন। শুধু তাই নয়, সুলেশের স্ত্রীর সঙ্গে সম্পর্কের কথা অন্যান্য সহকর্মীদেরও জানিয়েছিলেন শুক্লা।এই কারণেই প্রতিশোধ নিতে সুলেশ ও অনুরাধা শুক্লাকে খুনের ছক কষেন।
এরইমধ্যে অন্য একটি কোয়ার্টারে চলে যাওয়ার কথা ছিল সুলেশের। গত ৮ ফেব্রুয়ারি শুক্লাকে জিনিসপত্র গোছগাছ করার কাজে সাহায্যের জন্য কোয়ার্টারে ডাকেন সুলেশ। সেই সময় কুড়ুল দিয়ে শুক্লাকে কুপিয়ে খুন করেন। এরপর একটি বাক্সে শুক্লার দেহ ভরে নতুন কোয়ার্টারে নিয়ে যান সুলেশ।
গত ৯ ফেব্রুয়ারি মাংস কাটার ছুরি দিয়ে শুক্লার দেহ টুকরো টুকরো করে ১৬ টি পলিথিন ব্যাগে ভরেন সুলেশ। কয়েকটি ব্যাগ ফ্রিজে এবং অন্য ব্যাগগুলি আলমারিতে রাখেন।