নয়াদিল্লি: ফেব্রুয়ারিতেই মেয়াদ ফুরিয়ে যাচ্ছে অরবিন্দ কেজরিবালের সরকারের। সেক্ষেত্রে খুব শীঘ্রই নির্বাচন হতে পারে দিল্লিতে। যেকোনও দিনই ঘোষণা হতে পারে ভোটের দিনক্ষণ। ইতিমধ্যেই ভোটপ্রক্রিয়া পরিচালনার প্রস্তুতিও শুরু করে দিয়েছে রাজধানীর নির্বাচন কমিশন। সংবাদসংস্থায় প্রকাশিত খবর অনুযায়ী দিল্লির নির্বাচনে প্রথমবার বুথভিত্তিক অ্যাপ চালু করতে চলেছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, প্রযুক্তিগত সহায়তা নিয়ে ভোটার স্লিপে বসানো হতে পারে কিউআর কোডও।
কী এই কিউআর কোড? কিউআর কোড হল ক্যুইক রেসপোন্স কোড। মূলত, সাদা এবং কালোর বিন্যাসে ছক কাটা ঘরের মাধ্যমে কিউআর কোড তৈরি হয়। এটি একটি ট্রেডমার্কও বটে। ১৯৯৪ সালে জাপানে সর্বপ্রথম এই কিউআর কোডের আবিষ্কার হয়। তারপর থেকে গোটা বিশ্বেই এই ধরনের বিশেষ চিহ্নিতকরণ পক্রিয়ার ব্যবহার চল শুরু হয়।
ভোটার স্লিপে কিউআর কোড ব্যবহারের কারণ কী? নির্বাচন কমিশনের তরফে দাবি করা হয়েছে, ভোটার স্লিপে কিউআর কোড ব্যবহার করার কারণে ভোটদান প্রক্রিয়া অনেক দ্রুততার সঙ্গে পরিচালিত হবে। প্রযুক্তি ব্যবহার করে খুব দ্রুত ভোটারের পরিচয় জানা যাবে। প্রসঙ্গত, গত বছর নভেম্বরে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দিল্লি নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিক জানিয়েছিলেন, দিল্লির বিধানসভা নির্বাচনে (২০২০) প্রতিটি পোলিং স্টেশনেই বুথ অ্যাপ ব্যবহার করা হবে। এই অ্যাপের সাহায্যে ভোট কেন্দ্রের সামগ্রিক চেহারাটা বোঝা যাবে। কতজন ভোটদাতা ভোট দেওয়ার জন্য লাইনে দাড়িয়ে রয়েছেন, তা খুব সহজেই জানা যাবে। একই সঙ্গে এই অ্যাপের কারণে উপকৃত হবেন ভোটাররাও। ভোটকেন্দ্রের সামগ্রিক ছবিটা দেখেই তাঁরা ভোট দেওয়ার জন্য বুথমুখী হতে পারবেন। শুধু তাই নয়, এই বুথ অ্যাপ রিয়েলটাইম তথ্য দেবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।