নয়াদিল্লি: কোরানের শান্তির বাণী অনুসরণ করতে জম্মু ও কাশ্মীরের যুবকদের ডাক দিলেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। রাজ্যের একদল মাদ্রাসা পড়ুয়ার সঙ্গে একটি অনুষ্ঠানে আলাপচারিতার মাঝে কোরানে শান্তি, সম্প্রীতির বাণী 'সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে', কিন্তু লোকে তার মর্ম অনুধাবনে ব্যর্থ বলে মন্তব্য করেন তিনি। এই পবিত্র ধর্মগ্রন্থে হিংসার প্রচার নেই বলেও জানান সেনাপ্রধান।
হিংসাকবলিত জম্মু ও কাশ্মীরে যুবসমাজকে মৌলবাদীদের ফাঁদে পা দেওয়া থেকে বিরত রেখে মূলস্রোতে ফেরানোর লক্ষ্যেই সেনাপ্রধানের এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। নয়াদিল্লিতে নিজের কার্য্যালয়ে কাশ্মীরী ছাত্রদের তিনি ক্রিকেট, ফুটবলের মতো খেলাধূলায় সামিল হয়ে সন্ত্রাসবাদ মোকাবিলার লক্ষ্যে কাজ করার পরামর্শ দেন যাতে কাশ্মীরে আবার সমৃদ্ধি, উন্নয়ন হয়।
সেনাবাহিনীর জাতীয় সংহতি কর্মসূচির আওতায় কাশ্মীরের ২৫ পড়ুয়ার দলটিকে তাঁর সঙ্গে দেখা করিয়ে দেওয়া হয়। সেনাপ্রধান তাঁদের বলেন, আপনাদের মধ্যে কজন পবিত্র কোরান পড়েছেন? আমি আপনাদের বলতে চাই, এতে শান্তি ও সম্প্রীতির বাণী সুন্দরভাবে ধরা আছে। আইসিস যে এত হইচই করে, তা কোরানের কোথাও নেই। সুতরাং পবিত্র কোরানের বাণীই মেনে চলুন। সহজ, সরল কথায় মানবতার মূল্যবোধের পাঠ রয়েছে তাতে। দলটিতে এসেছেন ১২ থেকে ২২ বছর বয়সি পড়ুয়ারা। তাঁদের অনেকের এটাই প্রথম দিল্লি সফর।
প্রসঙ্গত, কাশ্মীর উপত্যকায় নানা সন্ত্রাসবাদী গোষ্ঠী অনলাইনে প্রচার সহ নানা কায়দায় পড়ুয়া, যুবকদের মগজ ধোলাই করছে। আইসিসের পতাকা তোলায় সেখানে বেশ কিছু যুবককে গ্রেফতার করেছে পুলিশ।