নয়াদিল্লি : ফ্রান্সের সঙ্গে চুক্তি অনুযায়ী ভারত পেতে চলেছে ৩৬ টি রাফায়েল যুদ্ধ বিমান। অত্যাধুনিক হাতিয়ার ও ক্ষেপনাস্ত্রে সজ্জিত রাফায়েল। এতে রয়েছে বিশ্বের সবচেয়ে অ্যাডভান্সড আকাশ থেকে আকাশ ক্ষেপনাস্ত্র মেটেওর (METEOR)। এই ক্ষেপনাস্ত্র চিন সহ এশিয়ার কোনও দেশের হাতে নেই। মেটেওর ১০০ কিমিরও বেশি দূরত্বে শত্রুপক্ষের বিমান ও ক্রুজ ক্ষেপনাস্ত্র ধ্বংস করে দিতে সক্ষম। এই ক্ষেপনাস্ত্রসম্ভার ভারতের হাতে এলে দক্ষিণ এশিয়ার সমরসজ্জার ভোলই বদলে যেতে পারে। কারণ, দক্ষিণ এশিয়ায় চিন বা পাকিস্তান-কারুর হাতে নেই ক্ষেপনাস্ত্র। মেটেওরের সমপর্যায়ের ক্ষেপনাস্ত্র এআইএম-১২০ডি।মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝারিপাল্লার আকাশ থেকে আকাশ ক্ষেপনাস্ত্রর সাম্প্রতিক সংস্করণ এআইএম-১২০ডি, যা ১০০ কিমির বেশি দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
বিশেষজ্ঞদের মতে, র‍্যামজেট ইঞ্জিনের জন্য মেটেওর আরও বিধ্বংসী। এই ইঞ্জিনের কারণে মেটেওর আকাশে আরও বেশি দ্রুত গতিতে চলতে পারে।
জানা গেছে, বেয়ন্ড ভিস্যুয়াল রেঞ্জ মেটেওর ক্ষেপনাস্ত্রের পাল্লা প্রায় ১৫০ কিলোমিটার।
মেটেওর ছাড়াও রাফায়েলে রয়েছে দূরপাল্লার আকাশ থেকে ভূমি স্ক্যাল্প (SCALP) ক্রুজ মিসাইল এবং আকাশ থেকে আকাশ মাইকা (MICA) ক্ষেপনাস্ত্র।
সূত্রের খবর, রাফায়েল চুক্তিতে যুদ্ধবিমানের হাতিয়ার ক্রয়ে ভারতের খরচ হচ্ছে ৭১০ মিলিয়ন ইউরো অর্থাত্ ৫৩৪১ কোটি টাকা। এর অর্থ পুরো চুক্তি ৭.৯ বিলিয়ন ইউরো অর্থাত্ ৫৯ হাজার কোটি টাকার। প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রিকর জানিয়েছেন, চুক্তি প্রায় চূড়ান্ত। এখন শুধু সিলমোহরের অপেক্ষা।
সূত্রের খবর, চুক্তি চূড়ান্ত হওয়ার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া সমাপ্ত হলে আগামী দেড় বছরের মাধ্যমে ভারতে চলে আসবে এই যুদ্ধবিমান। আগামী ৬৬ মাসের মধ্যে ৩৬ টি বিমানই ভারতীয় বায়ুসেনার হাতে চলে আসবে।
এই চুক্তির সঙ্গে জড়িত আধিকারিকরা জানিয়েছেন, চুক্তির খসড়া তৈরি হচ্ছে এবং কিছুদিনের মধ্যেই চূড়ান্ত ঘোষণা হয়ে যাবে।