নয়াদিল্লি: কেন্দ্রের এনডিএ সরকারের চতুর্থ বর্ষপূর্তিতে ট্যুইটারে চার বছরের রিপোর্ট পেশ করে রাহুল গাঁধীর কটাক্ষ, এরা কৃষি, বিদেশনীতি, জ্বালানির দাম, কর্মসংস্থান সৃষ্টিতে ফেল করেছে, কিন্তু স্লোগান তৈরি, নিজেদের ঢাক পেটানো, যোগায় এ প্লাস পাবে! নাম না করে নরেন্দ্র মোদীকে খোঁচা দিয়ে কংগ্রেস সভাপতি লিখেছেন, জনসংযোগে মাস্টার, জটিল সমস্যা মোকাবিলায় হোঁচট খান, মনোযোগ দেন খুবই কম।




মোদী সরকারের চতুর্থ বর্ষপূর্তিতে ইন্ডিয়া বিট্রেইড শিরোনামে একটি বই বের করে কংগ্রেসের দাবি, ৪ বছরের এনডিএ শাসনে দেশে একটা আতঙ্ক, ভীতি, ঘৃণার পরিবেশ তৈরি করা হয়েছে। সাংবাদিক বৈঠকে গুলাম নবি আজাদ, অশোক গেহলত, রনদীপ সুরজেওয়ালার মতো শীর্ষ কংগ্রেস নেতারা চার বছরের এনডিএ শাসনকে 'বিশ্বাসঘাতকতা, চাতুরি, বদলা, মিথ্যাচারে'র আমল বলে ব্যাখ্যা করা যায় বলেও মন্তব্য করেন। সুরজেওয়ালা বলেন, মানুষ এখন বুঝতে পারছে, মোদী- অমিত শাহ জুটি দেশের পক্ষে ক্ষতিকর। দলিত, আদিবাসী, সংখ্যালঘু ও মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগের প্রসঙ্গ তুলে রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি বলেন, বিজেপি সরকারের শাসনে ভারতে কেউই নিরাপদ নয়। সকলের বিনিদ্র রাত কাটছে।

বিজেপির 'অপশাসনে'র ওপর পুস্তিকা প্রকাশের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশ্যে ৪০টি প্রশ্নও ছুঁড়ে দিয়েছে প্রধান বিরোধী দল।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবিও বের করেছে কংগ্রেস। মোদীর শাসনে দেশের মহিলারা আর নিজেদের নিরাপদ মনে করছেন না বলে জানান মহিলা কংগ্রেস সভাপতি সুস্মিতা দেব।