নয়াদিল্লি: তেলঙ্গানার এক ছাত্রীর আত্মহত্যার ঘটনা নিয়ে এবার কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে নিশানা প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর। তাঁর অভিযোগ, নোট বাতিল ও লকডাউনের সিদ্ধান্ত দেশের অগনিত পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। দিল্লির লেডি শ্রীরাম কলেজের এক ছাত্রীর আত্মহত্যা সংক্রান্ত খবর শেয়ার করে রাহুলের ট্যুইট- 'এই অত্যন্ত শোকের সময় ওই ছাত্রীর পরিবারকে আমার সমবেদনা। জেনেবুঝে নোটবাতিল ও লকডাউনের মাধ্যমে বিজেপি সরকার দেশের অগনিত পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এটাই সত্যি'।


কংগ্রেস নেতা যে খবর শেয়ার করেছেন, তাতে জানানো হয়েছে যে, তেলঙ্গানা থেকে আসা লেডি শ্রীরাম কলেজের এক ছাত্রী পরিবারের আর্থিক সংকটের কারণে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ।
রাহুল রবিবার অভিযোগ করেছিলেন, চার বছর আগে প্রধানমন্ত্রী মোদির এই পদক্ষেপের উদ্দেশ্য ছিল কিছু 'শিল্পপতিদের' সাহায্য করা। এই পদক্ষেপ ভারতীয় অর্থনীতির বরবাদ করে দিয়েছে।
নোট বাতিলের বিরুদ্ধে কংগ্রেসের অনলাইন অভিযান 'স্পিক এগেনস্ট ডেমো ডিজাস্টার'-এর অংশ হিসেবে জারি এক ভিডিওতে রাহুল বলেছেন,' প্রশ্ন হল, বাংলাদেশের অর্থনীতি ভারতের অর্থনীতির চেয়ে এগিয়ে গিয়েছে। এক সময় ভারতীয় অর্থনীতির বিশ্বের সবচেয়ে বেশি হারে বিকাশমান অর্থনীতিগুলির মধ্যে অন্যতম ছিল'।
রাহুল বলেছেন, 'সরকার বলছে, এর কারণ কোভিড অতিমারী। এই যদি কারণ হয়, তাহলে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশেও কোভিডের প্রকোপ রয়েছে। আসলে এর কারণ কোভিড নয়। এর কারণ হল নোটবাতিল ও জিএসটি'।
কংগ্রেসের প্রাক্তন সভাপতি বলেছেন, 'চার বছর আগে প্রধানমন্ত্রী ভারতীয় অর্থনীতির ওপর হামলা শুরু করেন। তিনি কৃষক, শ্রমিক ও ছোট দোকানদারদের লোকসানের মুখে ঠেলে দেন। মনমোহন সিংহ বলেছিলেন যে, নোট বাতিলের ফলে ভারতীয় অর্থনীতির ২ শতাংশ লোকসান হবে। বাস্তবে তাই হয়েছে'।
উল্লেখ্য, চার বছর আগে ২০১৬-র ৮ নভেম্বর প্রধানমন্ত্রী মোদি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করেছিলেন।