নয়াদিল্লি: জ্বরে কাহিল রাহুল গাঁধীর দ্রুত আরোগ্য কামনা করেছেন নরেন্দ্র মোদী। জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। ধুম জ্বরে আক্রান্ত বলে জানিয়ে গত সপ্তাহে পুদুচেরি, তামিলনাড়ু ও কেরলে বিধানসভা ভোটের প্রচারে দু দিনের পূর্ব নির্ধারিত সফর বাতিল করে দিয়েছিলেন রাহুল। কিন্তু জ্বর কমেনি। কংগ্রেস সূত্রে খবর, এখনও ভাল জ্বর রয়েছে দলীয় সহ সভাপতির। তাঁকে সম্পূর্ণ বিশ্রাম নিতে বলেছেন ডাক্তাররা।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী রাহুলের শারীরিক অসুস্থতা নিয়ে ট্যুইট করেছেন, রাহুল গাঁধীর শরীর ভাল নেই, সেটা জানলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। এ নিয়ে গভীর চিন্তায় আছেন তিনি। প্রধানমন্ত্রীকে বিচলিত হতে দেখে আমি রাহুল গাঁধীর শরীর-স্বাস্থ্যের ব্যাপারে খোঁজখবর করি। তিনি দ্রুত ভাল হয়ে উঠুন, প্রার্থনা করি।
রাহুলের জ্বর, আরোগ্য কামনা মোদীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 May 2016 09:28 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -