নয়াদিল্লি: মোদী সরকার তাদের কার্যকালের চার বর্ষপূর্তি পালন করছে। এরইমধ্যে পেট্রোল-ডিজেলের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী দলগুলি সরকারের সমালোচনায় সরব। এই ইস্যুতেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করা ফিটনেস চ্যালেঞ্জের আদলে এই দুটি জ্বালানির দাম কমাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। উল্লেখ্য, মোদী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির ফিটনেস চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এবং শীঘ্রই এ ব্যাপারে ভিডিও শেয়ার করবেন বলে জানিয়েছেন। আর এই চ্যালেঞ্জের উল্লেখ করে প্রধানমন্ত্রীকে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে কটাক্ষ করেছেন কংগ্রেস সভাপতি।
রাহুলের ট্যুইট- 'বিরাট কোহলির ফিটনেস চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, দেখে খুব ভালো লেগেছে। এবার আমারও একটা চ্যালেঞ্জ রয়েছে:
পেট্রোল-ডিজেলের দাম কমান, নাহলে কংগ্রেস দেশব্যাপী আন্দোলনের মাধ্যমে তা করতে আপনাকে বাধ্য করবে।
আপনার উত্তরের অপেক্ষায় রইলাম'।




আসলে এই ফিটনেস চ্যালেঞ্জের শুরু করেছিলেন অলিম্পিক পদকজয়ী তথা কেন্দ্রীয় মন্ত্রী রাঠৌর। তিনি দেশে ফিটনেস সম্পর্কে সচেতনতা প্রসারের লক্ষ্যে নিজের ব্যায়াম অভ্যেসের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং খেলা ও সিনেমা জগতের কয়েকজন প্রথমসারির তারকাকে তাঁর এই অভিযানে সামিল হওয়ার আর্জি জানান।
রাঠৌর কোহলি, অলিম্পিক পদকজয়ী সাইনা নেহওয়াল, অভিনেতা হৃতিক রোশনকে ট্যাগ করেছিলেন।
কোহলি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠৌরের ফিটনেস চ্যালেঞ্জ গ্রহণ করে সোশ্যাল মিডিয়ায় নিজের ফিটনেস ভিডিও শেয়ার করেছিলেন।
প্রধানমন্ত্রী, মহেন্দ্র সিংহ ধোনি এবং স্ত্রী অনুষ্কা শর্মাকে ফিটনেস চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান জানান।
কোহলির এই চ্যালেঞ্জ সম্পর্কে মোদী ট্যুইট করে বলেন, ‘বিরাট, তোমার চ্যালেঞ্জ গ্রহণ করছি। খুব শীঘ্রই আমার ফিটনেস ভিডিও শেয়ার করব’।
বিরাট কোহলির 'ফিটনেস চ্যালেঞ্জ' স্বীকার করে প্রধানমন্ত্রী জানালেন, শীঘ্রই শেয়ার করবেন ভিডিও

এবার সেই ফিটনেস চ্যালেঞ্জ রাজনৈতিক রূপ নিল। দেশের বিভিন্ন সমস্যা নিয়ে বিরোধী নেতারা প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন। বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কথা আরজেডি নেতা তেজস্বী যাদবের ট্যুইট- 'বিরাট কোহলির ফিটনেস চ্যালেঞ্জ স্বীকারের বিরুদ্ধে নই আমরা। আমি যুবকদের কর্মসংস্থান, কৃষকদের সমস্যা সুরাহা এবং দলিত ও সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধের চ্যালেঞ্জ স্বীকারের আহ্বান জানাচ্ছি। নরেন্দ্র মোদী কি প্রকাশ্যে এই চ্যালেঞ্জ স্বীকার করবেন?'
উল্লেখ্য, দেশে বেশিরভাগ জায়গাতেই পেট্রোলের দাম লিটারে ৮০ টাকার বেশি এবং ডিজেলের দাম লিটারে ৭১-৭২ টাকা হয়ে গিয়েছে। এই অবস্থায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির আশঙ্কা ভুগছেন আমজনতা।