নয়াদিল্লি: গতকাল লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার সময় রাফালে চুক্তির বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁকরের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি দাবি করেছিলেন, মাঁকর জানান রাফালে চুক্তিতে গোপনীয়তার কথা বলা হয়নি। পরে ফরাসি সরকার সেই দাবি খারিজ করে দেয়। এটা নিয়েই আজ রাহুলকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি। তিনি ফেসবুকে লিখেছেন, ‘প্রেসিডেন্ট মাঁকরের সঙ্গে আলোচনা নিয়ে মিথ্যা বলে রাহুল গাঁধী তাঁর বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছেন। তিনি সারা বিশ্বের সামনে ভারতীয় রাজনীতিবিদদের ভাবমূর্তির ক্ষতি করেছেন। সরকারের প্রধান বা রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনার ভুল ব্যাখ্যা করা উচিত নয়। যদি কেউ সেটা করেন, তাহলে তাঁর সঙ্গে কেউ গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাইবেন না। রাহুল বারবার দেখিয়ে দিয়েছেন, তিনি তথ্য জানেন না। কিন্তু যুদ্ধবিমানের দাম প্রকাশ করার বিষয়ে জোর দিয়ে তিনি জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন। যুদ্ধবিমানের দাম প্রকাশ করলেই তাতে থাকা অস্ত্রের বিষয়ে ইঙ্গিত পাওয়া যাবে।’

রাহুলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনাকে গুরুত্বহীন করে তোলার অভিযোগও করেছেন জেটলি। তিনি বলেছেন, ‘কারও বিতর্ককে তুচ্ছ করে দেওয়া উচিত নয়। যাঁরা প্রধানমন্ত্রী হতে চান তাঁদের অজ্ঞতা, মিথ্যা ও ছলা-কলার আশ্রয় নেওয়া উচিত নয়। সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বিষয়ে ভোট গুরুত্বপূর্ণ বিষয়। এটা ছেলেমানুষি করার জায়গা নয়।’