প্রসঙ্গত, গুজরাত বিধানসভা ভোটের প্রচারে নোট বাতিল, জিএসটি নিয়ে লাগাতার বিজেপি, মোদীকে ট্যুইটে বিঁধেছেন রাহুল। জিএসটি-কে 'গব্বর সিং ট্যাক্স' তকমা দিয়েছেন। বলেছেন, নোট বাতিল জিএসটি হল 'দুটি টর্পেডো', যা বড় ধাক্কা দিয়েছে অর্থনীতিতে।
এপ্রিল-জুন ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ছিল ৫.৭ শতাংশ, গত তিন বছর সবচেয়ে কম। সেপ্টেম্বর ত্রৈমাসিকে এই হার কিছুটা বেড়ে দাঁড়ায় ৬.৩ শতাংশে। কিন্তু গতকাল প্রকাশিত পূর্বাভাস অনুসারে ২০১৬-১৭ য় যেখানে জিডিপি বৃদ্ধির সামগ্রিক হার ছিল ৭.১ শতাংশ, সেখানে ২০১৭-১৮ বর্ষে তা নেমে যেতে পারে ৬.৫ শতাংশে।
২০১৪-য় মোদীর এনডিএ কেন্দ্রে সরকার গড়ার বছরে এই হার ছিল সাড়ে সাত শতাংশ।
গতকাল প্রকাশিত কেন্দ্রীয় পরিসংখ্যান কমিশনের পরিসংখ্যানে আরও বলা হয়েছে, গ্রস ভ্যালু অ্যাডেড (জিডিএ) গত বছর ছিল ৬.৬ শতাংশ, এবার কিছুটা কমে হতে পারে ৬.১ শতাংশ।