নয়াদিল্লি: উত্তরপ্রদেশ প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করেই সংঘর্ষে উত্তপ্ত সাহারনপুরে যাওয়ার চেষ্টা করেছিলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী। তবে শেষপর্যন্ত তিনি সাহারনপুরে ঢুকতে পারলেন না। জেলা প্রশাসন আগেই তাঁকে আটকে দেয়। তবে হেঁটে শাহজাহানপুর চৌকিতে গিয়ে সংঘর্ষের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেছেন রাহুল।


আজ রাহুলের সঙ্গে সাহারনপুরে যাওয়ার চেষ্টা করেছিলেন প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ ও রাজ বব্বর। তবে তাঁদের কাউকেই হিংসা-বিধ্বস্ত সেখানে যাওয়ার অনুমতি দেয়নি জেলা প্রশাসন। রাহুল বলেছেন, সাহারনপুরের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে তাঁদের সেখানে যাওয়ার অনুমতি দেয়নি প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক হলেই তাঁদের গ্রামে ঢোকার অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়েছে।


উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তীব্র আক্রমণ করেছেন কংগ্রেস সহ-সভাপতি। তাঁর দাবি, ‘উত্তরপ্রদেশ সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছে। বিজেপি সরকার দলিতদের উপর অত্যাচার চালাচ্ছে। যাঁরা দলিতদের পাশে দাঁড়াতে চাইছেন, তাঁদেরও বাধা দেওয়া হচ্ছে। দেশে যারা শক্তিশালী নয়, তারা সবাই ভয় পাচ্ছে। এভাবে দেশ চালানো যায় না।’