ভিডিওয় দেখা যাচ্ছে, তিনি কুকুরকে নমস্কার করতে বলছেন, কুকুরও দুপায়ে খাড়া হয়ে দাঁড়িয়ে তাঁর নির্দেশ পালন করছে।
রাহুল লিখেছেন, লোকে জানতে চাইছে, এর হয়ে টুইট করে কে... আমি তো এ ব্যাপারে পরিষ্কার, আমিই করি... আমি পিডি। আমি ওর থেকে অনেক কুল। দেখ আমি টুইট নিয়ে কী করতে পারি... উপস... ট্রিট নিয়ে!
রাহুলের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অসমের প্রাক্তন কংগ্রেস নেতা ও এখন বিজেপির মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে বলেন, এই পিডিকে তিনি ভালই চেনেন, যখনই তাঁরা রাহুলের সঙ্গে রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করতে যেতেন, তিনি কুকুরকে বিস্কুট খাওয়াতে ব্যস্ত হয়ে পড়তেন।
এই নিয়ে শুরু হয়ে যায় আর এক দফা হইচই।
জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে কংগ্রেস সহ সভাপতির টুইটার হ্যান্ডলের ফলোয়ার সংখ্যা ১০ লাখের বেশি বেড়েছে। আচমকা এই বৃদ্ধিতে অনেকেই ভুরু কুঁচকেছেন। রাহুল সমালোচকদের দাবি, তাঁর অনেক ফলোয়ারই অক্টোবরে টুইটারে যোগ দিয়েছেন, একটাও টুইট করেননি। কেউ কেউ আবার অভিযোগ করেছেন, রাশিয়া, কাজাখ ও ইন্দোনেশিয়া থেকে কৃত্রিমভাবে তাঁর টুইট রিটুইট করা হচ্ছে।