নয়াদিল্লি: রেল দুর্ঘটনায় মৃত্যু বা অঙ্গহানির ক্ষেত্রে আর্থিক সাহায্যের পরিমাণ দ্বিগুণ করল রেলমন্ত্রক। চার লাখের জায়গায় আর্থিক সাহায্য বেড়ে হল আট লাখ। আজ এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে রেল। এজন্য সরকার ১৯৮৯-এর রেলওয়ে আইনের আওতায় বিধি সংশোধন করেছে।
রেল দুর্ঘটনা ও অবাঞ্ছিত ঘটনা (ক্ষতিপূরণ) সংশোধনী আইন, ২০১৬ অনুযায়ী, অঙ্গহানি ছাড়াও, দুর্ঘটনার পরে যদি কোনও ব্যক্তি দৃষ্টিশক্তি বা কথা বলার ক্ষমতা হারান, তাহলে তিনিও এই সাহায্যের আওতায় পড়বেন। সেক্ষেত্রে প্রয়োজনীয় তদন্তের পরই মিলবে আর্থিক সাহায্য। জানুয়ারি থেকেই চালু হতে চলেছে নয়া বিজ্ঞপ্তি।
রেল দুর্ঘটনায় ক্ষতিপূরণ দ্বিগুণ বাড়ল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Dec 2016 12:09 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -