নয়াদিল্লি: ভারতের প্রথম সৌরবিদ্যুৎ চালিত ট্রেনের উদ্বোধন করলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। আজ সফদরজঙ্গ স্টেশনে তিনি এই ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ট্রেনের উদ্বোধন করেন। ট্রেনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল রয়েছে। তার মাধ্যমেই আলো, পাখা এবং ডিসপ্লে বোর্ডের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ পাওয়া যাবে। ব্যাটারি ব্যাঙ্কের সুবিধা থাকায় সূর্যের আলো না থাকলেও ট্রেন চালাতে কোনওরকম অসুবিধা হবে না।


এই ট্রেনের উদ্বোধন করে রেলমন্ত্রী বলেছেন, ভারতীয় রেলকে আরও পরিবেশবান্ধব করে তোলার লক্ষ্যেই এই যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতীয় রেলওয়ে আরও বেশি করে অপ্রচলিত শক্তি ব্যবহার করতে চাইছে। ইতিমধ্যেই বায়ো টয়লেট, জল-পুনর্ব্যবহার, বায়ুশক্তি, বায়ো ফুয়েল সিএনজি ও এলএনজি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এবার  সৌরবিদ্যুৎ চালিত ট্রেনও চালু করা হল।

রেল মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, কিছুদিন পর থেকেই দিল্লির শহরতলীতে চালানো হবে ১,৬০০ অশ্বশক্তি বিশিষ্ট এই ট্রেন। ৬ মাসের মধ্যে সৌরবিদ্যুতের সুবিধাযুক্ত আরও ২৪টি কোচ চালু করা হবে। এর ফলে কোচ প্রতি  বছরে ৯ টন কম কার্বন নির্গত হবে। তাছাড়া সৌরবিদ্যুৎ চালিত ৬ ট্রেলার কোচের ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ট্রেন বছরে ২১,০০০ লিটার ডিজেলের খরচ বাঁচাবে। ফলে ১২ লক্ষ টাকা বাঁচাতে পারবে ভারতীয় রেল।