নয়াদিল্লি: এসি কামরায় নোংরা কম্বল দেওয়ার ব্যাপারে রেলের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগের মূলোচ্ছেদ করতে এবার তাই রেল কর্তৃপক্ষ কম্বল দেওয়াই তুলে দিতে চাইছে। তবে সব ট্রেনে নয়, বিশেষ কিছু ট্রেনের এসি কামরায় আর কন্বল দেবে না তারা।


অল্পদিন আগে কম্প্রট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজির সংসদে পেশ হওয়া রিপোর্টে ট্রেন ও স্টেশনের অপরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সংক্রান্ত ইস্যুতে রেলওয়ের সমালোচনা করা হয়। এরপরেই রেল ভাবনাচিন্তা শুরু করেছে, এসি কামরা থেকে কম্বল তুলে দেওয়া যায় কিনা তা নিয়ে।

পরীক্ষার পর্যায়ে প্রাথমিকভাবে ওই সব এসি কামরায় ২৪ ডিগ্রি উষ্ণতা বজায় রাখবে তারা, যা এখকার ১৯ ডিগ্রির থেকে ৫ ডিগ্রি বেশি। এর ফলে কম্বলের অভাবে যাত্রীদের শীতে কাঁপতে হবে না বলে তারা মনে করছে। তবে কিছু ট্রেনের ক্ষেত্রেই এই ব্যবস্থা, অন্যান্য ট্রেনে আগের মতই কম্বল দেওয়া হবে।

তা ছাড়া এর ফলে আর্থিকভাবেও লাভ হবে বলে মনে করছে রেল। কারণ যাত্রী পিছু বেডরোল পরিষ্কার করাতে রেলের খরচ হয় ৫৫ টাকা করে, অথচ যাত্রীকে দিতে হয় মাত্র ২২ টাকা।