নয়াদিল্লি: দেশের বেশিরভাগ জায়গায় হচ্ছে প্রবল বৃষ্টি। দিল্লি-এনসিআর অঞ্চলের পাশাপাশি ওড়িশাতেও বৃষ্টির দাপট দেখা যাচ্ছে। বৃষ্টির ফলে রেললাইনে জল জমে যাওয়ায় ওড়িশার রামগড়ায় আটকে পড়ে হীরাখণ্ড এক্সপ্রেস। দিল্লি-এনসিআর অঞ্চলেও বৃষ্টির ফলে রাস্তায় জল জমে যাওয়ায় সমস্যায় পড়েছেন বহু মানুষ।



আবহাওয়া বিভাগ দিল্লিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। সেই পূর্বাভাস সত্যি বলে প্রমাণিত করে টানা দু’ঘণ্টা মুষলধারে বৃষ্টি হয়। আকাশে ঘন কালো মেঘ থাকায় দিনের বেলাতেই নেমে আসে রাতের অন্ধকার। সব জায়গায় জল জমে যাওয়ায় রাস্তায় নামা গাড়িগুলির গতি শ্লথ হয়ে যায়। ফলে তীব্র যানজট দেখা যায়।



দক্ষিণ-পশ্চিম দিল্লির বেশিরভাগ জায়গাতেই বৃষ্টির ফলে রাস্তায় জল জমে গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে লোকজনকে জাহাঙ্গির পুরী অঞ্চলে না যাওয়ার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির কারণে বেশিরভাগ স্কুলেই ছুটি দিয়ে দেওয়া হয়।



রাস্তায় জল জমে যাওয়ার ফলে দুর্ঘটনাও ঘটেছে। এক ব্যক্তি বাইকে স্ত্রী ও সন্তানকে নিয়ে যাচ্ছিলেন। জমা জলের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি বাইক নিয়ে পড়ে যান। তবে কেউই বিশেষ চোট পাননি। রাস্তায় থাকা লোকজন তাঁদের সাহায্যে এগিয়ে আসেন।