মুম্বই: সুপ্রিম কোর্ট বলেছিল, দহি হান্ডির উচ্চতা ২০ ফুটের বেশি করা যাবে না, জীবন সংশয় হতে পারে। সেই নির্দেশকে অগ্রাহ্য করে জন্মাষ্টমী উপলক্ষ্যে খোদ মুম্বইয়ের থানেয় ৪৯ ফুট উঁচু দহি হান্ডি করল রাজ ঠাকরের এমএনএস। বুধবারই শীর্ষ আদালত জানিয়ে দেয়, মহারাষ্ট্র জুড়ে জন্মাষ্টমী অনুষ্ঠানে যে দীর্ঘ মানব পিরামিড হয়, তার উচ্চতা ২০ ফুটের বেশি করা যাবে না বলে তারা যে নির্দেশ দিয়েছে, তা পরিবর্তন করা যাবে না।
এই নির্দেশের বিরুদ্ধে হিন্দু সংগঠনগুলির মধ্যে প্রতিবাদের ঝড় ওঠে। শিবসেনা ও মহারাষ্ট্র নবনির্মাণ সেনা জানিয়ে দেয়, শীর্ষ আদালয় যাই বলুক, মারাঠিদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ দহি হান্ডির উচ্চতা কোনওমতেই কমাবে না তারা। এরপরেই বৃহস্পতিবার ২০ ফুটের কড়াকড়ি অগ্রাহ্য করে অন্যান্যবারের মতই বিশাল মানব পিরামিড গড়লেন মুম্বইয়ের ‘গোবিন্দ’-রা। এমএনএস কর্মীরা জানিয়ে দিয়েছেন, পিরামিডের দৈর্ঘ্য নিয়ে বোঝাপড়ার বদলে জেলে যাওয়া শ্রেয় তাঁদের পক্ষে। উল্টে এমএনএস জানিয়েছে, দহি হান্ডিতে ৯টি স্তরের পিরামিড তৈরি করতে পারলে ১১লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
এর আগে হাইকোর্টের রায় বজায় রেখে শীর্ষ আদালত জানায়, দহি হান্ডিতে ১৮ বছরের কমবয়সি কেউ যোগ দিতে পারবেন না, কারণ পড়ে গেলে জীবন সংশয় হতে পারে।
বুড়ো আঙুল সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞাকে, মুম্বইয়ে উঠল ৪৯ ফুট উঁচু দহি হান্ডি
ABP Ananda, web desk
Updated at:
25 Aug 2016 06:46 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -