দানা শষ্যে বিষ মিশিয়ে রাখা হয়েছিল। তা খেয়ে মারা যায় ময়ূরগুলি। একটি মটর খেতের চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল ময়ূরগুলি। শষ্য বপনের আগে ইঁদুর, কাঠবেড়ালি ও অন্যান্য পশু পাখির উপদ্রব রুখতে ওই কৃষক বীজে বিষ মিশিয়ে রেখেছিলেন বলে অভিযোগ। সহকারী বন সংরক্ষক ইকবাল সিংহ বলেছেন, ওই কৃষককে গ্রেফতার করা হয়েছে এবং মঙ্গলবার আদালতে তোলা হয়।
জানা গেছে, ওই কৃষক সম্প্রতি ফসল বপনের প্রস্তুতি শুরু করেন। এই অঞ্চলে ইঁদুর ও কাঠবেড়ালি যাতে খেয়ে নিতে না পারে সেজন্য বীজে কোনও ধরনের বিষ মেশানো হয়ে থাকে। ময়ূরগুলির সেই দানা শষ্য খেয়ে বেঘোরে মৃত্যু হয়েছে।