জয়পুর: গরুকে যাতে ভাল মতো খাওয়ানো দাওয়ানো যায়, সেজন্য বরাদ্দ বাড়াবে রাজস্থান সরকার। রাজস্থানের কংগ্রেসি সরকারের মুখ্যমন্ত্রী অশোক গেহলত গোরক্ষা সম্মেলনে গোশালা মালিকদের সামনেই বলেন, যে গরু দুধ দেয় না, তাকে তাড়িয়ে না দিয়ে বরং যত্নআত্তি করা উচিত।
দুধ দেয় না বলে পরিত্যাগ করা গরুর রাস্তাঘাটে ঘুরে বেড়ানোর সমস্যার উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ওরা রাস্তায় রাস্তায় ঘোরে, দুর্ঘটনায় পড়ে। গরুকে মা মনে করলে কী করে তাকে অস্বীকার করা যায়? সে আস্তাকুঁড় ঘেঁটে খাবার খাবে, কী করে চোখে দেখা যায়? অবশ্যই গরুর সেবা যত্ন করা উচিত। এটা সমাজের দেখা দায়িত্ব।
রাস্তায়, অলিগলিতে গরু ঘুরে বেড়াতে দেখলে ধরে গোশালায় পাঠাতে জনসাধারণকে আবেদন করেন মুখ্যমন্ত্রী। এও বলেন, ঘাসজমির ওপর প্রথম অধিকার অবশ্যই থাকা উচিত গোশালাগুলির। এমন জমি রক্ষা করাও উচিত।
এপ্রসঙ্গেই তিনি বলেন, আমি জানি, গোশালাগুলির জন্য বরাদ্দ অর্থ গরুদের খাওয়াতে যথেষ্ট নয়। ওদের যাতে ভালমতো খাওয়ানো যায়, সেজন্য বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হবে শীঘ্রই। গোশালাগুলির ম্যানেজাররা ডোনেশন, বরাদ্দের টাকায় চালান, কিন্তু তা সত্ত্বেও সমস্যায় পড়েন।
গোশালাগুলির বকেয়া বরাদ্দ অর্থ দিয়ে দিতে তিনি অর্থ দপ্তরকে নির্দেশ দিয়েছেন বলেও জানান গেহলত।
সারা দিনের অনুষ্ঠানে গোপালন মন্ত্রী প্রমোদ জৈন ভায়া, কৃষিমন্ত্রীও হাজির ছিলেন।