নয়াদিল্লি: স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়ুষ্মান ভারত জাতীয় স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প চালু করার উদ্যোগ নিলেও, বিজেপি-শাসিত দু’টি রাজ্য রাজস্থান ও মহারাষ্ট্র সেটি রূপায়ন করতে চাইছে না। কারণ, ওই দু’টি রাজ্যে একই ধরনের প্রকল্প চালু আছে। সেই প্রকল্পগুলির মাধ্যমে অনেক বেশি মানুষকে পরিষেবা দেওয়া যায়। এক আধিকারিক এই খবর জানিয়েছেন।


আয়ুষ্মান ভারত প্রকল্পে ১০ কোটিরও বেশি দরিদ্র পরিবারকে বছরে ৫ লক্ষ টাকা করে স্বাস্থ্যবিমার আওতায় রাখার কথা বলা হয়েছে। সেখানে রাজস্থান সরকারের ভামাশাহ স্বাস্থ্য বিমা যোজনায় প্রায় সাড়ে চার কোটি মানুষকে ক্যাশলেস স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে। এ বিষয়ে ওই আধিকারিক জানিয়েছেন, ‘রাজস্থান সরকার কেন্দ্রের প্রকল্পকে স্বাগত জানিয়েছে। কিন্তু ইতিমধ্যেই একটি প্রকল্প চালু থাকায় আয়ুষ্মান ভারত কীভাবে কার্যকর করা যাবে, সেটা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তাছাড়া আগামী বছর পর্যন্ত বিমা সংস্থাগুলির সঙ্গে চুক্তি রয়েছে। ফলে চালু থাকা প্রকল্পটি বজায় রেখে নতুন প্রকল্প কীভাবে রূপায়ন করা যায়, সেই উপায় খোঁজা হচ্ছে। আয়ুষ্মান ভারতের সিইও ড. ইন্দু ভূষণ শুক্রবার এ বিষয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের সঙ্গে কথা বলেছেন।’

মহারাষ্ট্র সরকার আবার জানিয়েছে, আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করার জন্য প্রয়োজনীয় টাকা নেই। মহাত্মা জ্যোতিবা ফুলে জন আরোগ্য যোজনায় ২.২ কোটি মানুষকে ২ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুযোগ দেওয়া হচ্ছে। এরপর একই ধরনের আরও একটি প্রকল্প চালু করা সম্ভব হচ্ছে না।

ওড়িশা সরকার জানিয়েছে, বিজু স্বাস্থ্য কল্যাণ যোজনায় আয়ুষ্মান ভারত প্রকল্পের তুলনায় বেশি সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। তাই কেন্দ্রের প্রকল্প চালু করা হবে না। পঞ্জাব ও দিল্লি সরকার এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্তের কথা জানায়নি। পশ্চিমবঙ্গ সরকার অবশ্য বিরোধিতা করা সত্ত্বেও এই প্রকল্প চালু করতে রাজি হয়েছে।