জয়পুর:  রাজস্থান পুলিশের এক আধিকারিকের রহস্যমৃত্যু। গত রাতে গাড়ির মধ্যে থেকে তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়।আশিস প্রভাকর নামের ৪২ বছর বয়সি ওই পুলিশ আধিকারিককে সম্প্রতি পুলিশের সন্ত্রাস দমন শাখায় ট্রান্সফার করা হয়েছিল।




সূত্রের খবর, এএসপি আশিস প্রভাকর নিজের বন্দুক দিয়েই নিজেকে গুলি করেছেন। তাঁর দেহের পাশ থেকে এক অপরিচিত মহিলার দেহও উদ্ধার হয়েছে। প্রভাকরের গাড়িটি জয়পুর থেকে কিছু দূরে একটি রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল। মহিলার মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে। মোবাইল ফোন থেকে তাঁকে সনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশের প্রাথমিক অনুমান ওই মহিলার সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিলেন এএসপি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ অফিস থেকে বেরিয়ে যান আশিস। গুলি চালানোর ঘটনাটি সম্ভবত তার কিছুক্ষণ বাদে। মৃত পুলিশ আধিকারিকের দেহের পাশ থেকে একটি নোটও উদ্ধার করেছে তদন্তকারী অফিসারেরা। সেখানে আশিস নিজের স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা ব্যক্তিগত ও পারিবারিক কারণেই আত্মহত্যা করেছেন আশিস।

উল্লেখ্য সন্ত্রাস দমন শাখায় থাকলেও, এইমুহূর্তে ওই দফতরের কোনও কাজ সামলাতেন না আশিস। তিনি মূলত প্রশাসনিক কাজকর্ম দেখতেন।

সূত্রের খবর, সম্প্রতি এই পুলিশ আধিকারিকের নেতৃত্বেই ভারতে আইএস জঙ্গি সংগঠনের জাল বিছানোর পর্দা ফাঁস হয়েছিল। রাজস্থানের শিকার ও কর্ণাটকের গুলবর্গায় আইএস কীভাবে জাল বিছিয়েছে, তা প্রথম সামনে এনেছিলেন আশিসই। এছাড়াও, তদন্ত চালাচ্ছিলেন ইন্ডিয়ান অয়েলের অফিসার সিরাজউদ্দিনের বিরুদ্ধে।