রাজস্থানে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের উপনির্বাচনে বিজেপিকে টক্কর কংগ্রেসের, দু দলই জয়ী ১২টি করে আসনে
Web Desk, ABP Ananda
Updated at:
26 Sep 2017 02:22 PM (IST)
জয়পুর: রাজস্থানে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের উপনির্বাচনে বিজেপির সঙ্গে সমানে টক্কর দিল কংগ্রেস। ২৬টির মধ্যে বিজেপি, কংগ্রেস উভয়েই ১২টি করে আসন পেয়েছে। একটি কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়েছে এক নির্দল প্রার্থীকে। বারমের জেলার গাদরারোড়ের পঞ্চায়েত সমিতির ফল প্রকাশ বাকি রয়েছে বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের মুখপাত্র।
আলোয়ার, বরন, চিতোরগড়, বারমের, চুরু, দুঙ্গরপুর, জয়পুর, জয়শলমের, ঝালোয়ার, ঝুনুঝুনু, নাগারু, স্বামীধনপুর, সিরোহী, শ্রীগঙ্গানগর, প্রতাপগড়, উদয়পুরের আসনগুলিতে জিতেছেন কংগ্রেস ও বিজেপির প্রার্থীরা।
গ্রামীণ এলাকায় দলের জয়ে উচ্ছ্বসিত প্রদেশ কংগ্রেস সভাপতি সচিন পাইলটের দাবি, গ্রামের মানুষ বিজেপি শাসনে নিজেদের উপেক্ষিত বোধ করছেন। সেটাই এই ফল বলে দিচ্ছে। কৃষকদের প্রতি রাজ্য সরকারের সংবেদনশীলতা, সহানুভূতির অভাবের ফলে রাজ্যে ২০টির বেশি কৃষক আত্মহত্যার ঘটনা ঘটেছে। বসুন্ধরা রাজে সরকারের ব্যর্থতার ফলে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, ২০১৮-য় পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তার ওপর আস্থা হারাচ্ছে রাজ্যবাসী।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -