শ্রীনগর:  আজ থেকে তিন দিনের সফরে কাশ্মীর যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। সেখানে তাঁর মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং রাজ্যপাল এন.এন ভোহরার সঙ্গে দেখা করার কথা রয়েছে। ১১ তারিখ পর্যন্ত উপত্যকাতেই থাকবেন রাজনাথ। সাংবাদিক বৈঠক করারও কথা রয়েছে সেখানে তাঁর।


কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রাজ্যের বিভিন্ন স্তরের আধিকারিকের সঙ্গেও বৈঠক করার কথা রাজনাথের। উপত্যকার বর্তমান অস্থির পরিস্থিতি কীভাবে শান্ত করা যায়, সেই নিয়ে এই সফরে আলোচনায় বসার কথা রাজনাথের।

এর আগে এক সাংবাদিক বৈঠকে রাজনাথ বলেছিলেন, ২০২২ সালের মধ্যে কাশ্মীর সমস্যা সমাধান করতে তাঁর সরকার বদ্ধপরিকর। আশা করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর থেকে উপত্যকার সমস্যার কোনও না কোনও সমাধানসূত্র বেরোবে। প্রসঙ্গত, এর আগে লালকেল্লা থেকে মোদী বলেছিলেন, তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ ভূস্বর্গের হারানো গৌরব ফিরিয়ে আনার বিষয়ে। তারপরই স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞমহল।