নয়াদিল্লি: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নয়া চেয়ারম্যান নির্বাচিত হলেন রজনীশ কুমার। শুক্রবার সরে যাচ্ছেন বর্তমান চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য। তাঁর বদলেই স্টেট ব্যাঙ্কের নয়া প্রধান হলেন রজনীশ। তিনি তিন বছর এই পদে থাকবেন।

১৯৮০ সালে প্রোবেশনারি অফিসার হিসেবে স্টেট ব্যাঙ্কে যোগ দেন রজনীশ। বিভিন্ন দফতরের দায়িত্ব সামলানোর পর তিনি ম্যানেজিং ডিরেক্টর নির্বাচিত হন। এবার চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি।

ভারতের ব্যাঙ্কিং ক্ষেত্রে সম্প্রতি একাধিক পরিবর্তন হয়েছে। ফলে রজনীশের সামনে বড় চ্যালেঞ্জ। একদিকে যেমন অনাদায়ী ঋণ আদায় করতে হবে, তেমনই আর্থিক লেনদেন বৃদ্ধির জন্য ঋণ দেওয়ার পরিণামও বাড়াতে হবে। অনাদায়ী ঋণ সংক্রান্ত নতুন আইন অনুযায়ী কাজ করতে হবে রজনীশকে।