নয়াদিল্লি:  ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিমের জেল যাওয়ার পর থেকেই ভবঘুরের জীবন কাটানো শুরু করেন একসময় ডেরার দ্বিতীয় কত্রী, ডেরা প্রধানের পালিতা কন্যা হনিপ্রীত ইনসান। বেশ কয়েকদিন চোখে ধুলো দিয়ে ঘোরার পর তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে পঞ্চকুলায় হিংসা ছড়ানো, ষড়যন্ত্রে লিপ্ত থাকা, গুরমিত রাম রহিমকে পালাতে সাহায্য করা সহ নানা অভিযোগে মামলা দায়ের হয় আদালতে। সূত্রের খবর, হনিপ্রীত জানিয়েছেন, এখন তাঁর মামলা লড়ার জন্যে আইনজীবী নিয়োগের পয়সাও নেই।


হনিপ্রীত হলেন রাম রহিমের একনিষ্ঠ ভক্ত এবং পালিতা কন্যা। তিনি ছিলেন ডেরার অন্যতম সর্বময় কত্রী। পঞ্চকুলার বিশেষ তদন্তকারী দল হনিপ্রীতের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। অল্প কয়েকদিনের মধ্যেই বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। ডিসেম্বরের ৭ তারিখ থেকে শুরু হবে মামলার শুনানি।

যেহেতু তদন্তকারী আধিকারিকরা হনিপ্রীতের তিনটি আকাউন্টই বাজেয়াপ্ত করেছে, তাই কোথাও থেকে কোনওভাবেই টাকা তুলতে পারছেন না তিনি। আদালতের কাছে রাম রহিমের পালিতা কন্যা আর্জি জানিয়েছেন, যদি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ফের সচল করা যায়, তাহলে তিনি টাকা তুলে আদালতে মামলা লড়ার জন্যে আইনজীবী নিয়োগ করতে পারেন।