নয়াদিল্লি: হাজার বছরেরও বেশি সময় ধরে অক্ষত থাকবে, বহন করবে হিন্দুত্বের চিহ্ন। তাই রাম মন্দির তৈরি করতে ব্যবহার করা হবে শুধু পাথর, জানাচ্ছেন তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই।


চম্পত রাই বিশ্ব হিন্দু পরিষদেরও এক জন শীর্ষ পদাধিকারী। রাম মন্দির তৈরির প্রক্রিয়ায় আইআইটি চেন্নাই ও সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (সিবিআরআই)-এর যুক্ত থাকার কথা জানিয়েছেন তিনি। যে কোনও নির্মাণের আগে প্রস্তাবিত জমির মাটি পরীক্ষা করা খুব জরুরি। তাই পাথরের মন্দিরের ভিত তৈরি করতে হবে বিশেষভাবে।

মাটি যাতে ভারবহনে সক্ষম হয় সেই ব্যবস্থাও করতে হবে। সেই কাজ করবেন চেন্নাই আইআইটির বিশেষজ্ঞরা। ভূমিকম্পের ধাক্কা যাতে মন্দির সহ্য করতে পারে, সেই দিকটাও দেখবে সিবিআরআই। লারসেন অ্যান্ড টুবরো মন্দির নির্মাণ প্রক্রিয়ার পুরোটা দেখাশোনা করবে।

পাথরের পাশাপাশি মন্দির তৈরির জন্য প্রায় ১০ হাজার তামার রড লাগবে বলেও জানিয়েছেন চম্পত রাই। মন্দির তৈরিতে অংশগ্রহণ করতে চাইলে সাধারণ মানুষকে তামার রড দিয়ে সাহায্য করার আহ্বানও জানিয়েছেন তিনি। তাঁর দাবি, পাথরের তৈরি মন্দির অনেক বেশি টেকসই হবে।

আলো, জল, বাতাসের দ্বারা ক্ষয় হলেও হাজার বছরের বেশি সময় ধরে হিন্দুত্বের চিহ্ন বহন করবে এই রাম মন্দির।