নয়াদিল্লি: ছত্তিশগড় বিধানসভায় শোরগোল নীরব মোদীকে নিয়ে। কংগ্রেস বিধায়করা দাবি করেন, মুখ্যমন্ত্রী রমন সিংহ রিয়ো টিন্টো নামে যে মাইনিং গোষ্ঠীকে রাজ্যে বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছেন, তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে হিরে ব্যবসায়ী নীরব মোদীর, যিনি ১১৪০০ কোটি টাকার পিএনবি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় অভিযুক্ত এবং দেশ ছেড়ে পালিয়েছেন বলে অভিযোগ।
কংগ্রেস বিধায়কদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। ৯০ সদস্যের ছত্তিশগড় বিধানসভায় কংগ্রেসের বিধায়ক ৩৯ জন, বিজেপির ৪৯ জন। হই-হট্টগোলের জেরে ৩০জন কংগ্রেস বিধায়কদের সাসপেন্ড করেন স্পিকার গৌরীশঙ্কর আগরওয়াল। ছত্তিশগড় খনিজ সম্পদে সমৃদ্ধ। গত জানুয়ারিতেই মুখ্যমন্ত্রী রমন সিংহ বিদেশি বিনিয়োগকারীদের তাঁর রাজ্যে বিনিয়োগের জন্য ডেকে আনতে প্রতিনিধিদল নিয়ে অস্ট্রেলিয়া সফরে যান।
এ ব্যাপারে তাঁর সরকারের মুখপাত্রই বলেছিলেন, মুখ্যমন্ত্রী রমন সিংহ রিও টিন্টোর প্রধান মিডিয়া উপদেষ্টা জোনাথন রোসের সঙ্গে বৈঠক করেছেন। রোজ তাঁকে জানিয়েছেন, তাঁদের কোম্পানি ছত্তিশগড়ের মাইনগুলিকে সমৃদ্ধ করার জন্য ভারতীয় সংস্থার শরিক হওয়ার সম্ভাবনা খতিয়ে দেখবে।
আজ কংগ্রেস বিধায়করা দাবি করেন, যে টিন্টোকে রাজ্যে ডেকে আনতে চান মুখ্যমন্ত্রী, তার সঙ্গে যোগসাজশ আছে নীরব মোদীর। রিও টিন্টো নীরব মোদীরই সহযোগী সংস্থা। যদিও সংস্থাটি এর আগে মধ্যপ্রদেশের ছত্তরপুরে হিরে প্রকল্প ছেড়ে মাঝপথে চলে গিয়েছিল, তাদেরই রাজ্যে বিনিয়োগ করতে বলছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর ইস্তফা চেয়ে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান কংগ্রেস বিধায়করা, স্লোগান দেন। সভা কিছুক্ষণ মুলতুবি থাকে।
তবে স্পিকার কংগ্রেস বিধায়কদের সাসপেন্ড করেন।
পরে মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেসের হাতে আর কিছুই নেই, তাই ওরা 'ভিত্তিহীন', 'কাল্পনিক' অভিযোগ তুলছে।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
নীরব মোদীর সহযোগী কোম্পানিকে বিনিয়োগের আমন্ত্রণ করেছেন রমন সিংহ, অভিযোগে ছত্তিশগড় বিধানসভায় শোরগোল, ৩০ কংগ্রেস বিধায়ক সাসপেন্ড
Web Desk, ABP Ananda
Updated at:
19 Feb 2018 09:20 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -