হিউস্টন: এবার আন্তর্জাতিকমানের বিশ্ববিদ্যালয় তৈরির পথে হাঁটছেন যোগগুরু রামদেব। এ জন্য ১,৫০০ একর জমি ইতিমধ্যেই চিহ্নিত করেছেন তিনি। আগামী ৫ বছরের মধ্যে তৈরি হবে এই বিশ্ববিদ্যালয়, নানা বিষয় নিয়ে পড়ার সুযোগ পাবেন ১লাখের মত ছাত্রছাত্রী।
আমেরিকার হিউস্টনে ‘যোগা অ্যান্ড ইনার পিস’ নামে এক অনুষ্ঠানে রামদেব জানিয়েছেন এ কথা। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মান হবে আইভি লিগ বিশ্ববিদ্যালয়গুলির সমতুল্য। এ জন্য খরচ পড়বে অন্তত ২৫,০০০ কোটি টাকা।
‘পতঞ্জলি’ ব্র্যান্ডের প্রতিষ্ঠাতার আশা, প্রাচীন শিক্ষাকেন্দ্র নালন্দা ও তক্ষশিলার মতই নামি হবে তাঁর স্থাপিত বিশ্ববিদ্যালয়, পৃথিবীর নানা জায়গা থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসবেন এখানে। স্বাস্থ্য, বাণিজ্য ও শিক্ষা- এই তিনটি বিষয়ে মূলত জোর দেওয়া হবে এখানে। ‘পতঞ্জলি’ আয়ুর্বেদের বিক্রি থেকে লাভের ১০০ শতাংশই দানধ্যানমূলক কাজে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তার অন্তত ৮০ শতাংশ যাবে শিক্ষাক্ষেত্রে।
রামদেব আরও জানিয়েছেন, রাজ্য ও জাতীয় স্তরে বৈদিক এডুকেশন বোর্ড চালুর জন্য প্রধানমন্ত্রী ও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীকে অনুরোধ করেছেন তিনি। প্রাচীন গুরুকুল পরম্পরাকে জীবিত করে তোলারও অনুরোধ রেখেছেন কেন্দ্রের কাছে।
দেশে আন্তর্জাতিকমানের বিশ্ববিদ্যালয় তৈরির পথে যোগগুরু রামদেব
ABP Ananda, Web Desk
Updated at:
28 Aug 2016 09:58 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -