হরিদ্বার: কসমেটিকসের বাজারে 'পতঞ্জলি' ইতিমধ্যেই পরিচিত নাম। এবার যোগগুরু রামদেব নিয়ে আসছেন জামাকাপড়ের ব্র্যান্ড 'পরিধান'। এতে অন্যান্য যাবতীয় পোশাকআশাকের সঙ্গে মিলবে জিনস ও অফিস ওয়্যার। এক্কেবারে খাঁটি দেশি।

যোগগুরু ঠিক করেছেন, 'পতঞ্জলি' ব্র্যান্ডকে এবার আন্তর্জাতিক করে তুলবেন তিনি। বাংলাদেশ ও আফ্রিকায় তৈরি হবে 'পতঞ্জলি'-র কারখানা। তারপর তা ছড়িয়ে যাবে ইউরোপ ও আফ্রিকায়। রামদেব জানিয়েছেন, তাঁর কয়েকজন অনুগামী 'পতঞ্জলি'-র যোগের পোশাকের জন্য অনুরোধ জানান তাঁর কাছে। তখনই তাঁদের মাথায় খেলে 'পরিধান'-এর পরিকল্পনা। কারণ, যদি বহুজাতিক সংস্থাগুলোর মৌরসিপাট্টা বন্ধ করে দেশীয় জিনিসপত্রকে তুলে ধরতে হয়, তাহলে পোশাকের বাজার ধরতেই হবে। তখনই আসবে অর্থনৈতিক স্বাধীনতা।

'পরিধান'-এ শুধু যে মহিলা ও পুরুষদের ভারতীয় পোশাক তৈরি হবে তা নয়, মিলবে জিনসের মত আধুনিক পোশাকআশাকও। রামদেবের কথায়, তিনি সন্ন্যাসী বলে আধ্যাত্মিকতার সঙ্গে আধুনিকতার মিশেল দিতে পারবেন না এমনটা নয়, তাই দেশি জিনস হতেই পারে।

তবে এই মুহূর্তে তাঁরা ওষুধপত্র, খাবারদাবার ও টয়লেটের জিনিসপত্রের কারখানা বানানোর পথে হাঁটছেন। যেহেতু এইসব জিনিস মানুষের শরীরে সরাসরি প্রভাব ফেলে, তাই এর গুণগত মান সম্পর্কে নিশ্চিত হতেই হবে বলে জানিয়েছেন যোগগুরু। জামাকাপড় তৈরির বিষয়টি অবশ্য আউটসোর্স করা যেতেই পারে। এ জন্য লুধিয়ানা সহ বেশ কিছু এলাকার নাম নিয়ে তাঁরা ভাবনাচিন্তা করছেন।