নয়াদিল্লি: দিল্লি থেকে রাঁচি আসার পথে মাঝ আকাশে এয়ার এশিয়ার বিমানের আপত্কালীন দরজা খোলার চেষ্টা করে গ্রেফতার এক যাত্রী। রাঁচি বিমানবন্দরে অবতরণের ঠিক আগে এই ঘটনা ঘটে। ধৃত যাত্রীর এই কাজে পুরো বিমানটিই বিপদগ্রস্ত হতে পারত।
ধৃত যাত্রীর নাম আফতাব আহমেদ। বিমানকর্মী ও যাত্রীরা দরজা খুলতে বাধা দিলে পাল্টা তাঁদের মারধর করেন আফতাব। সোমবার রাত ৯.৫০ নাগাদ এই ঘটনা ঘটে। এয়ার এশিয়া গতকাল যাত্রীর এই ‘বিশৃঙ্খল’ আচরণের কথা জানিয়ে একটি বিবৃতি জারি করেছে। এয়ার এশিয়ার আই৫ ৫৪৬ উড়ানে এই ঘটনা ঘটে।
বিমান পরিবহণ সংস্থা সূত্রে জানানো হয়েছে, বিমানটি সঠিক সময়েই রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দরে অবতরণ করে এবং সঠিক সময়েই ফের আকাশে ওড়ে।
ধৃত আফতাব রাঁচিরই বাসিন্দা। তিনি কেন এভাবে দরজা খোলার চেষ্টা করলেন তা অবশ্য জানা যায়নি। রাঁচি বিমানবন্দরেই তাঁকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
রাঁচিতে অবতরণের আগে বিমানের দরজা খোলার চেষ্টা, গ্রেফতার যাত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Jul 2017 08:56 AM (IST)
ফাইল ছবি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -