নয়াদিল্লি: পদত্যাগ করলেন সলিসিটর জেনারেল রঞ্জিত কুমার। ‘ব্যক্তিগত কারণেই’ ইস্তফা, বলে জানিয়েছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ আইন আধিকারিক।
এদিন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দেন রঞ্জিত। পরে একটি সর্বভারতীয় চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে, তিনি জানান, পারিবারিক কারণে তিনি পদত্যাগ করেছেন। তাঁর দাবি, সলিসিটর-জেনারেল হওয়ার দরুন তিনি পরিবারকে সময় দিতে পাচ্ছিলেন না।
যদিও, ওয়াকিবহাল মহলের মতে, রঞ্জিতের পদত্যাগের নেপথ্যে অন্য কারণও থাকতে পারে। কেন্দ্রীয় সূত্রের খবর, একটি নতুন আইনজ্ঞ টিম গড়ার ভাবনাচিন্তা করছে মোদী সরকার। যে দলের ক্ষমতা বেশি থাকবে এবং একইসঙ্গে অত্যন্ত গোপনে কাজ করবে।
রঞ্জিতের এই পদত্যাগের ফলে, কয়েকমাসের মধ্যেই কেন্দ্রের দুই শীর্ষ আইন আধিকারিক নিজ নিজ পদ থেকে সরে দাঁড়ালেন। এর আগে নিজের পদের মেয়াদবৃদ্ধি চান না বলে কেন্দ্রকে জানিয়ে দেন দেশের অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি। যারপরই, কে কে বেণুগোপালকে নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ করা হয়।
রঞ্জিতের পদত্যাগের পর এখন এই পদের সবচেয়ে বড় দাবিদার অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেটা। সাম্প্রতিককালে, একাধিক রাজনৈতিক তাৎপর্যপূর্ণ মামলায় কেন্দ্রের হয়ে সওয়াল করতে দেখা গিয়েছে তুষারকে। সূত্রের খবর, নতুন সলিসিটর জেনারেলের পাশাপাশি আরও ২ অতিরিক্ত সলিসিটর জেনারেল নিয়োগ করতে পারে কেন্দ্র।
কেন্দ্রে মোদী সরকার ক্ষমতায় আসার পরই ইস্তফা দেন তৎকালীন সলিসিটর জেনারেল মোহন পরসরণ। সেই বছরের জুন মাসে পরসরণের জায়গায় রঞ্জিতকে দায়িত্বে আনা হয়। তিনি দীর্ঘদিন গুজরাত সরকারের প্রতিনিধিত্ব করেন। পাশাপাশি, সুপ্রিম কোর্টে একাধিক মামলায় আদালত-বান্ধব হিসেবেও দেখা গিয়েছে রঞ্জিতকে। সোহরাবউদ্দিন শেখ হত্যা মামলা থেকে শুরু করে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার হয়ে সওয়াল করেন তিনি।