বারাণসী: সোস্যাল মিডিয়ায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত সম্পর্কে গালিগালাজ, আপত্তিকর মন্তব্য পোস্ট করার অভিযোগে গায়িকা তরণ কৌর ধিঁলো ওরফে হরদ কৌরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা। স্থানীয় আইনজীবী শশাঙ্ক শেখরের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে ব্রিটেনের বাসিন্দা কৌরকে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন এসএইচও ক্যান্টনমেন্ট বিজয় প্রতাপ সিংহ। কৌর অভিযুক্ত হয়েছেন ভারতীয় দণ্ডবিধির ১২৪ এ (রাষ্ট্রদ্রোহিতা), ১৫৩ এ (ধর্মের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠী, সম্প্রদায়ের মধ্যে বিরোধ, শত্রুতা ছড়ানো), ৫০০ (মানহানি) ও ৫০৫ (উসকানি দেওয়ার ইচ্ছা) ও তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ ধারায়।
কৌরের বিরুদ্ধে ওঠা অভিযোগটি আরও তদন্তের জন্য সাইবার সেলে পাঠানো হবে বলে জানিয়েছেন এসএইচও।
‘গ্লাসি’, ‘মুভ ইওর বডি’-র মতো হিট গানের জন্য জনপ্রিয় কৌর। ফিউচার রেকর্ডস নামে মিউজিক লেবেলও আছে তাঁর।
সংবাদ সংস্থার খবর, বান্দ্রার কুরলা কমপ্লেক্সের সাইবার থানায় কৌরের নামে লিখিত নালিশ জানিয়েছেন জনৈক সন্দীপ ঘুঘেও, নিজেকে যিনি বিজেপির ফিল্ম ইউনিয়নের সভাপতি বলে দাবি করেছেন। কৌর ২ সিনিয়র নেতাকে অপমান, গালিগালাজ করেছেন বলে অভিযোগ তাঁর। কোনও প্রমাণ, যুক্তি ছাড়াই সম্মাননীয় ব্যক্তিদের সম্পর্কে কুত্সা করার কোনও অধিকার কৌরের নেই বলে সওয়াল করেছেন তিনি। ঘুঘের দাবি, কুরুচিকর ভাষা প্রয়োগ করে ঘৃণা ছড়াতে সোস্যাল মিডিয়ার অপব্যবহার করায় ব্যবস্থা নিতে হবে কৌরের বিরুদ্ধে।