নয়াদিল্লি: বেপরোয়াভাবে ট্রাক চালিয়ে এক কিশোরকে পিষে মারার শাস্তিস্বরূপ আজীবনের জন্য এক ব্যক্তির গাড়ি চালানো নিষিদ্ধ করল দিল্লির একটি আদালত।


১৭ বছর আগে ঘটা একটি দুর্ঘটনা মামলার রায় দিতে গিয়ে উত্তরপ্রদেশের প্রতাপগড়ের বাসিন্দা সুনীল কুমার মিশ্রর ড্রাইভিং লাইসেন্স সারা জীবনের জন্য বাতিল করার নির্দেশ দিল আদালত। আদালত জানিয়েছে, এই নির্দেশের প্রতিলিপি দেশের সবকটি মোটর ভেহিক্যালস কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে।


একইসঙ্গে, গাফলতিতে এক বালকের মৃত্যুর জন্য তাকে এক বছরের জন্য জেলহাজতেরও নির্দেশ দিয়েছে আদালত।


ঘটনা প্রকাশ, ২০০০ সালের ৩১ অগস্ট, সমাইপুর বদলি অঞ্চলে ডিএভি স্কুলের ছাত্র নবীন কুমারকে পিছন থেকে ধাক্কা মারে সুনীলের ট্রাক। মৃত্যু হয় ওই কিশোরের।