সাইরাস মিস্ত্রির অফিসের তরফে জারি করা এক বিবৃতিতে দাবি করা হয়েছে, টাটা কনসালটেন্সি সার্ভিসেসকে তিনি উন্নতির শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। পাশাপাশি তাঁর বিস্ফোরক অভিযোগ, নব্বইয়ের দশকে আইবিএম টিসিএসকে কিনে নেওয়ার প্রস্তাব দেয়। সেই প্রস্তাব নিয়ে জেআরডি টাটার সঙ্গে দেখাও করেন ছেলে রতন টাটা। কিন্তু টিসিএসের তত্কালীন চেয়ারম্যান এফসি কোহলি অসুস্থ ছিলেন বলে কথা বেশি দূর এগোয়নি।
সাইরাসের এই অভিযোগ সম্পর্কে কোনও মন্তব্য করেনি টাটা গোষ্ঠী।
গত ২৪ অক্টোবর, মাত্র চার বছরের মাথায় টাটা সনসের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয় সাইরাস মিস্ত্রিকে। এরপর টিসিএস এবং গ্লোবাল বেভারেজ-এর চেয়ারম্যান পদ থেকে অপসারিত করা হয় সাইরাস মিস্ত্রিকে। বোর্ড সদস্যদের ভোটেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় টাটা গ্রুপ।