পুরী: রীতি ও ঐতিহ্য মেনে সৈকতশহর পুরীতে পালিত হল রথযাত্রার উৎসব। প্রতিবারের মতো এবারও বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি হয় তিনটি রথ। জগন্নাথদেবের নন্দীঘোষ, বলভদ্রের তালধ্বজ এবং সুভদ্রার রথ দর্পদলন৷ পুণ্যলগ্নের সাক্ষী হতে পুরীতে হাজির লক্ষ লক্ষ মানুষ৷ বৃষ্টির মধ্যেই তাঁরা রথযাত্রায় সামিল হন। ওড়িশা হাইকোর্টের নির্দেশে এবার পুণ্যার্থীদের রথে ওঠা এবং বিগ্রহ স্পর্শ করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে তাতে ভক্তদের উৎসাহে ভাটা পড়েনি।


রথযাত্রা উপলক্ষে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা সৈকত শহর৷ মন্দির চত্বরে নজরদারি চালাতে বসানো হয়েছে প্রচুর সংখ্যায় সিসিটিভি ক্যামেরা। ১২ প্ল্যাটুন নিরাপত্তারক্ষী মোতায়েন করেছে পুলিশ। আকাশপথের পাশাপাশি জলপথেও চালানো হয় নজরদারি। গ্র্যান্ড রোড, সমুদ্র সৈকত, রেলস্টেশন, বাসস্ট্যান্ডেও চলছে নজরদারি। ডিজিপি কে বি সিংহ বলেছেন, পদপিষ্ট হওয়া সহ যে কোনওরকম দুর্ঘটনার মোকাবিলা করার জন্য তৈরি তাঁরা। ওড়িশা সুইফট অ্যাকশন ফোর্স, সন্ত্রাস দমন শাখা, র‌্যাফ এবং শার্প শুটারদের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে।

রথযাত্রা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, বিজেপি সভাপতি অমিত শাহ, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।