নয়াদিল্লি: স্লথ হয়ে পড়া দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে ফের রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক। এই নিয়ে টানা চারবার। বুধবার, রেপো রেট ৩৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৫.৭৫ শতাংশ থেকে ৫.৪০ শতাংশ করার ঘোষণা করেছে শীর্ষ ব্যাঙ্কের ৬ সদস্য-বিশিষ্ট আর্থিক নীতি কমিটি (এমপিসি)। এর ফলে, বাড়ি-গাড়ির ইএমআই থেকে শুরু করে ব্যবসার জন্য নেওয়া ব্যাঙ্ক ঋণের হার কম হবে। ফলে, মধ্যবিত্তরা যেমন স্বস্তি পাবেন তেমনই ছোট ও মাঝারি মাপের ব্যবসায়ীদের সুবিধা হবে।
সাধারণত, ২৫ বা ৫০ বেসিস পয়েন্ট হারে রেপো রেট কমায় শীর্ষ ব্যাঙ্ক। তবে, এবার ৩৫ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত নিল তারা। এর নেপথ্যে যুক্তি দেখাতে গিয়ে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেন, এটা অস্বাভাবিক নয়। ২৫ পয়েন্ট কমালে তা যথেষ্ট হত না। আবার ৫০ পয়েন্ট কমালে বেশি হত। ফলে, একটা ভারসাম্য বজায় রাখা হয়েছে।
এমপিসি কমিটি জানিয়েছে, বিশ্ব মন্দা এবং বাণিজ্য-সঙ্কটের প্রভাবে গত জুন মাস থেকে অভ্যন্তরীণ অর্থনৈতিক লেনদেনের হার অনেকটাই স্লথ হয়েছে। তার সঙ্গে তাল মেলাতেই রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে, চলতি অর্থবর্ষের জিডিপি বৃদ্ধির হারের পূর্বাভাসও ৭ শতাংশ থেকে কমিয়ে ৬.৯ শতাংশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক।
রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক, কমতে পারে ইএমআই, পতন জিডিপি-র হারেও
Web Desk, ABP Ananda
Updated at:
07 Aug 2019 01:16 PM (IST)
শক্তিকান্ত দাস বলেন, ২৫ পয়েন্ট কমালে তা যথেষ্ট হত না। আবার ৫০ পয়েন্ট কমালে বেশি হত। ফলে, একটা ভারসাম্য বজায় রাখা হয়েছে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -