মুম্বই: রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক। ০.২৫ শতাংশ কমে বর্তমান রেপো রেট হল ৬.৫ শতাংশ। এর ফলে গৃহঋণে সুদ কমার সম্ভাবনা। এদিন সংশোধিত ঋণনীতি ঘোষণা করেন আরবিআই-এর গভর্নর রঘুরাম রাজন। ০.২৫ শতাংশ কমায় রেপো রেট হল ৬.৫ শতাংশ। রেপো রেট কমায় গৃণঋণের পাশাপাশি গাড়ি কেনার জন্য ঋণেও সুদ কমতে পারে। রাজন বলেছেন, বর্ষা ঠিকমতো হলে সুদ আরও কমতে পারে।
উল্লেখ্য, ব্যাঙ্কগুলিকে যে সুদের হারে আরবিআই অর্থ ঋণ দেয়, তাকেই বলা হয় রেপো রেট। ব্যাঙ্কগুলি অপেক্ষাকৃত স্বল্প সুদে ঋণ পেলে তার সুফল পেতে পারেন গ্রাহকরাও। এবারে আরবিআই-র ঋণনীতির পর্যালোচনায় যে রেপো রেট কমবে, তার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল।
সরকার এর আগেই ক্ষুদ্র সঞ্চয়ে সুদের হার এপ্রিল থেকেই কমানোর ঘোষণা করেছে। বর্তমানে মুদ্রাস্ফীতির হার ৬ শতাংশের নিচে রয়েছে। ২০১৫-১৬ তে সরকারের কোষাগার ঘাটতির হার ৩.৯ শতাংশ রাখার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
আরবিআই যে হারে রেপো রেট কমিয়েছে সেই হার অনুসারে ব্যাঙ্কগুলি সুদ কমালে ২০ বছরের জন্য ৩০ লক্ষ টাকা গৃহঋণে ইএমআই-এর ক্ষেত্রে ৪৯০ টাকার সুবিধা পাবেন গ্রাহকরা।
আরবিআই এদিন সিআরআর (ক্যাশ রিজার্ভ রেশিও) অবশ্য অপরিবর্তিত রেখেছে।