মুম্বই: আর্থিক বৃদ্ধির হারে পতন সত্ত্বেও রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। পাশাপাশি, চলতি অর্থবর্ষে জিভিএ বৃদ্ধি আগের পূর্বাভাসের তুলনায় কম হবে বলে জানিয়েছে শীর্ষ ব্যাঙ্ক।
এদিন, আরবিআই-এর আর্থিক নীতি-নির্ধারক কমিটি রেপো রেট (যে হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি রিজার্ভ ব্যাঙ্কের থেকে ঋণ নেয়) ৬ শতাংশে অরপরিবর্তিত রেখেছে। একইভাবে, রিভার্স রেপো রেট (যে হারে অন্য ব্যাঙ্কের থেকে ঋণ নেয় আরবিআই) আগের মতোই ৫.৭৫ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।
এদিন ২০১৭-১৮ অর্থবর্ষের চতুর্থ পলিসি রিভিউয়ের ঘোষণা করতে গিয়ে শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, বৃদ্ধির পাশাপাশি মুদ্রাস্ফীতিকে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বেঁধে রাখার লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে একটা নিরপেক্ষ আর্থিক নীতি প্রণয়নের পথেই হেঁটেছে কমিটি।
জানা গিয়েছে, এদিন ৬ সদস্যের কমিটির ভোটাভুটিতে হার অপরিবর্তিত রাখার পক্ষে সমর্থন জানান ৫ জন। একজন সুপারিশ করেন, রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর। এদিন শীর্ষ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, গত জুন মাসে মুদ্রাস্ফীতির হার রেকর্ড কমার পর থেকে তা ক্রমশ বাড়ছে। আরবিআই-এর পূর্বাভাস, মার্চ মাস নাগাদ তা ৪.৬ শতাংশে পৌঁছবে।
তবে, রেপো রেট অপরিবর্তিত রাখলেও, চলতি বছরের গ্রস ভ্যালু অ্যাডেড (জিভিএ) বৃদ্ধির হার আগের পূর্বাভাসের তুলনায় কম হবে বলে জানিয়েছে আরবিআই। গত অগাস্ট মাসে, আরবিআই চলতি বছরের জিভিএ বৃদ্ধির হার ৭.৩ শতাংশ হবে বলে জানিয়েছিল। এদিন সেই হার তারা কমিয়ে ৬.৭ শতাংশ করেছে।