মুম্বই: ৮ নভেম্বর পুরানো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেছিল সরকার। এরপর নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট বাজারে ছাড়া হয়। এবার আসছে নতুন সিরিজের ১০০০ টাকার নোট। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নতুন ১০০০ টাকার নোট ছাপার কাজও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।


এক আধিকারিককে উদ্ধৃত করে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারিতেই বাজারে নতুন ১০০০ টাকার নোট চালুর কথা ছিল। কিন্তু বেশি করে ৫০০ টাকার নোটের যোগান দিতে গিয়েই সেই পরিকল্পনা পিছিয়ে দিতে হয়।

নতুন হাজার টাকার নোট ছাপার কাজ শুরু হলেও কবে তা চালু করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানা যায়নি। ২০০০ টাকার নোটের লেনদেন সহজ করার লক্ষ্যেই নতুন ১০০০ টাকার নোট চালু করা হচ্ছে বলে জানা গেছে। ২০০০ টাকার নোট বাজারে খুচরো করাটা একটা সমস্যার ব্যাপার। ১০০০ টাকার নোট এলে এই সমস্যার অনেকটাই সমাধান করা সম্ভব হবে।

গত ৮ ফেব্রুয়ারি রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর আর গাঁধী জানিয়েছিলেন, ২৭ জানুয়ারি পর্যন্ত ২০০০ ও ৫০০-র নোট সহ সব ধরনের নোটে বাজারে ৯.৯২ লক্ষ কোটি টাকা ছিল। কিন্তু শুধুমাত্র ৫০০ ও ২০০০-এর নোটে মোট কত টাকা বাজারে রয়েছে, সে বিষয়ে কোনও তথ্য জানায়নি রিজার্ভ ব্যাঙ্ক। এ ব্যাপারে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেল জানিয়েছিলেন, নতুন নোটে কত টাকা অর্থনীতিতে এসেছে, সে ব্যাপারে খুব শীঘ্রই তথ্য জানানো হবে।

উল্লেখ্য, নোট বাতিলের পর বাজারে নগদের যোগান বাড়াতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

গতকাল অর্থাত ২০ ফেব্রুয়ারি থেকে সেভিংস অ্যাকাউন্ট থেকে সাপ্তাহিত টাকা তোলার সীমা ২৪ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। আগামী ১৩ মার্চ থেকে সেভিংস অ্যাকাউন্টে টাকা তোলার ক্ষেত্রে নিয়ন্ত্রণ সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া হবে।