নয়াদিল্লি: একেই তো অর্থনীতির অবস্থা বেহাল তার ওপর ১৬টি এশীয় দেশের সঙ্গে শুল্কহীন বাণিজ্য চুক্তি করতে চলেছে কেন্দ্র। এই চুক্তি এশীয় সীমা পেরিয়ে পৌঁছে যাবে নিউজিল্যান্ড পর্যন্ত। কেন্দ্রের এই নীতির বিরোধিতা করে শনিবার সর্বভারতীয় কংগ্রেসের সদর দফতরে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন সনিয়া গাঁধী।


যেখানে অর্থনৈতিক সঙ্কট মোচনের জন্য সরকারের ভাবা উচিত, সেখানে সংবাদমাধ্যমের শিরোনাম হতে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রের নীতির বিরোধিতা করে সনিয়া বলেন, “মনে হচ্ছে সরকার এখনও অর্থনীতির যথেষ্ট ক্ষতি করেনি, এরই মধ্যে রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি) স্বাক্ষরের  সিদ্ধান্ত নিয়ে ফেলল।” কংগ্রেস সভানেত্রীর মতে, এই চুক্তি স্বাক্ষর হলে সমস্যায় পড়বে দেশের কৃষকরা। ক্ষতিগ্রস্ত হবে ক্ষুদ্র ব্যবসায়ীরাও।