নয়াদিল্লি:  বর্তমানে উদ্বাস্তু সমস্যা এক কঠিন জায়গায় পৌঁছে গিয়েছে। বিভিন্ন উদ্বাস্তু ছাউনিতে মানবিকতার হত্যা হয় প্রতিমুহূর্তে। কিন্তু হাজার প্রতিকূলতার মধ্যে উদ্বাস্তু ছাউনিতে থেকেও যে মানবিক থাকা যায়, সেটা আমাদের গোটা সমাজকে শেখালো এই ছোট্ট মেয়েটি।




এক চিত্রসাংবাদিক গিয়েছিলেন মেয়েটির ছবি তুলতে  উদ্বাস্তু ছাউনিতে । সাংবাদিককে দেখে নিজের পরিস্থিতির সঙ্গে তুলনা করে এই ছোট্ট মেয়েটি অপরিচিত ব্যক্তিকে নিজের খাবার থেকে একটু খাওয়ার এগিয়ে দেয়। তার মনে হয়েছিল হয়তো ওই লোকটিও তার মতোই ক্ষুধার্ত। কিন্তু বাচ্চা মেয়েটির এই উদারতা দেখে নেটিজেনরা বাকরুদ্ধ। ছবিটিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।