বিজওয়াড়া: বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তাঁর দাবি, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি। ২০১৯-এ বিজেপি-র ক্ষমতায় ফেরার স্বপ্ন অধরাই থেকে যাবে।


আজ তেলুগু দেশম পার্টির অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে বিজেপি ও প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন চন্দ্রবাবু। তিনি বলেছেন, ‘২০১৯-এ আঞ্চলিক দলগুলিই ক্ষমতায় আসবে। বিজেপি-কে হারানোর জন্য সব আঞ্চলিক দল জোট বাঁধছে। ২০১৯-এ বিজেপি হারের স্বাদ পাবে। বিজেপি মিথ্যা প্রতশ্রুতি দিয়েছিল, কিন্তু কিছুই করতে পারেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি। রাজ্যে উত্তেজনা তৈরির লক্ষ্যে চক্রান্ত চলছে। তবে আমরা সেই চক্রান্ত করতে দেব না।’

চন্দ্রবাবু আরও বলেছেন, ‘১৯৯৬ সালে যুক্তফ্রন্ট সরকার গড়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছিল টিডিপি। দেশের রাজনৈতিক কাহিনী বদলে দেওয়ার ক্ষমতা আছে টিডিপি-র। আমরা পিছিয়ে থাকব না।’

মোদী সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করা সম্পর্কে চন্দ্রবাবু বলেছেন, ‘কেন্দ্রীয় সরকার অন্ধ্রপ্রদেশের বিশেষ ক্যাটাগরি এবং অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন কার্যকর করার প্রতিশ্রুতি পূরণ করেনি। অন্ধ্রপ্রদেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি। ওয়াইএসআরসিপি-র সঙ্গে মিলে রাজ্যে আইন-শৃঙ্খলার সমস্যা তৈরির চেষ্টা করছে।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন ধরেই বিজেপি-র বিরুদ্ধে আঞ্চলিক দলগুলির জোট গড়ার কথা বলে আসছেন। এ বিষয়ে তাঁর সঙ্গে চন্দ্রবাবুর আলোচনা হয়েছে। কয়েকদিন আগেই কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন একঝাঁক বিরোধী নেতা। আগামী বছরের লোকসভা নির্বাচনেও বিরোধী ঐক্য বজায় থাকবে বলেই আশা করছেন চন্দ্রবাবু।