হায়দরাবাদ: শ্রী শ্রী রবিশঙ্কর নিরপেক্ষ মানুষ নন। অযোধ্যা বিতর্ক নিরসনে সুপ্রিম কোর্ট নিযুক্ত তিন সদস্যের প্যানেলে তাঁর নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য করলেন আসাদুদ্দিন ওয়েইসি। আর্ট অব লিভিং প্রতিষ্ঠাতা অযোধ্যা ইস্যুতে অতীতে বিতর্কিত মন্তব্য করেছেন বলেও অভিযোগ করেন এআইএমআইএম প্রধান। তিনি বলেন, ২০১৪-র ৪ নভেম্বর উনি বলেছিলেন, মুসলিমরা বিতর্কিত জমির ওপর দাবি না ছাড়লে ভারতের পরিস্থিতি সিরিয়ার মতোই হবে। আরও বলেছিলেন, মুসলিমদেরই সদর্থক মানসিকতা, সৌহার্দ্য দেখিয়ে বিতর্কিত জমির ওপর দাবি ছেড়ে দেওয়া উচিত। এখন রবিশঙ্কর কোনও পক্ষপাত না করে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন বলে তিনি আশা করছেন, এও বলেন ওয়েইসি।
হায়দরাবাদের এমপি ওয়েইসির মত, উনি আগেই নিজের অবস্থান স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন, কাদের পক্ষ নেবেন। সুতরাং এটা দুঃখজনক যে, সুপ্রিম কোর্ট এমন একজনকে নিয়োগ করল যিনি নিরপেক্ষ নন।
যদিও সুপ্রিম কোর্টের মধ্যস্থতার নির্দেশকে স্বাগত জানিয়ে ওয়েইসি বলেন, দলের তরফে আমি এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করছি। তবে আরও ভাল হত সুপ্রিম কোর্ট নিরপেক্ষ কাউকে নিয়োগ করলে। তবে এরপরও আমি মুসলিমদের মধ্যস্থতাকারীদের কাছে গিয়ে নিজেদের মতামত জানানো উচিত বলে মনে করি।
প্রসঙ্গত, সু্প্রিম কোর্ট শুক্রবারই রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ রামজন্মভূমি-বাবরি মসজিদ জমি বিতর্ক মামলাটি তিন সদস্যের কমিটির কাছে মধ্যস্থতার জন্য পাঠিয়েছে। কমিটির মাথায় রাখা হয়েছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এফ এম আই কলিমুল্লাকে। বাকিরা হলেন শ্রী শ্রী রবিশঙ্কর ও আইনজীবী শ্রীরাম পঞ্চু। কমিটিকে মধ্যস্থতা প্রক্রিয়া আট সপ্তাহে শেষ করতে বলা হয়েছে।