নয়াদিল্লি: জরুরি ও প্রয়োজনীয় ক্ষেত্রে গুরুতর অসুস্থ কোভিড ১৯ রোগীদের জন্য অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির ও ইমিউনোমডিউলেটর টোসিলিজুমাবের নিয়ন্ত্রিত ব্যবহার বিবেচনা করে দেখা হচ্ছে। সংশোধিত চিকিত্সা ব্যবস্থাপনা সংক্রান্ত নয়া নির্দেশিকায় এ কথা বলা হয়েছে। এই নির্দেশিকা খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে।
চিকিত্সা সংক্রান্ত প্রোটোকলে বহুকথিত ম্যালেরিয়ার প্রতিষেধক ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার অব্যাহত থাকছে। অন্যদিকে, বাদ পড়তে পারে অ্যাজিথ্রোমাইসিন। এই প্রক্রিয়ার সঙ্গে ওয়াকিবহাল সূত্র উল্লেখ করে এ কথা জানিয়েছে সংবাদসংস্থা।


গত ৩১ মার্চ জারি চিকিত্সা ব্যবস্থাপনা সংক্রান্ত নির্দেশিকায় যে সব কোভিড-১৯ রোগীদের আইসিইউ ম্যানেজমেন্টের প্রয়োজন, তাদের ক্ষেত্রে অ্যাজিথ্রোমাইসিনের সঙ্গে হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহারের সুপারিশ করা হয়েছিল।
এক সূত্র জানিয়েছে, যেহেতু কোভিড ১৯ একটি নতুন রোগ এবং এখনও পর্যন্ত এর কোনও নির্দিষ্ট ওষুধ বা টিকা নেই, সেজন্য যেসব তথ্য উঠে আসছে, তার ভিত্তিতে চিকিত্সা সংক্রান্ত প্রোটোকল সময় অনুসারে সংশোধন করা হচ্ছে।

ইমিউনোমডিউলেটরি ওষুধ টোসিলিজুমাব, যা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা বা এর কার্যাবলীর সংশোধন করে, তা পরীক্ষামূলক ভিত্তিতে ব্যবহার করা হবে। তথ্যের ভিত্তিতে হাইড্রক্সিক্লোরোকুইনের সঙ্গে কম্বিমেশন হিসেবে আরও কিছু ওষুধ ব্যবহারের জন্য প্রোটোকলে অন্তর্ভূক্ত হতে পারে। তবে ওই ওষুধগুলি নিয়ে এখনও কোনও সহমতে পৌঁছনো সম্ভব হয়নি বলে ওই সূত্র জানিয়েছে।
কোভিড-১৯ এর জন্য নয়া চিকিত্সা ব্যবস্থাপনা সংক্রান্ত নির্দেশিকা চূড়ান্তকরণের প্রক্রিয়া চলছে। কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় টাস্ক ফোর্সের বিশেষজ্ঞরা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। এ ব্যাপারে গত রবিবার শেষ বৈঠক হয়েছে।
মার্কিন ওষুধ সংস্থা গিলিয়াড সায়েন্সেসকে তাদের ওষুধ রেমডিসিভির বাজারে আনার ছাড়পত্র দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। দেশে করোনা আক্রান্তদের চিকিত্সার কাজে এই ওষুধের নিয়ন্ত্রিত ও আপত্কালীন ব্যবহারের জন্যই এই ছাড়পত্র বলে সূত্রের খবর।

দেশে যে ভাবে কোভিড পরিস্থিতি সংকটজনক হয়ে উঠছে এবং ওষুধের প্রয়োজন দেখা দিয়েছে, তার পরিপ্রেক্ষিতেই এই ওষুধের অনুমোদন সংক্রান্ত প্রক্রিয়া ত্বরাণ্বিত হয়।
ইঞ্জেকশনের মাধ্যমে রোগীর শরীরে প্রয়োগ করা হয় এই ওষুধ। সূত্রের খবর,হাসপাতাল বা কোনও প্রাতিষ্ঠানিক কেন্দ্রে ব্যবহারের জন্য কোনও বিশেষজ্ঞর প্রেসক্রিপশন অনুসারেই এই ওষুধ বিক্রি করা যাবে। সর্বোচ্চ পাঁচদিনের জন্য এই ওষুধ ব্যবহার করা যেতে পারে।

এর আগে আমেরিকায় কোভিড ১৯ আক্রান্ত গুরুতর অসুস্থতার জন্য রেমডিভিসিরকে ছাড়পত্র দিয়েছে ইউনাইটেড স্টেটস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন।