নয়াদিল্লি: আজ ৬৯-তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিমানবাহিনী গড়ুড়ের শহিদ কম্যান্ডো কর্পোরাল জ্যোতিপ্রকাশ নিরালার পরিবারের হাতে অশোকচক্র তুলে দিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি চোখের জল ধরে রাখতে পারেননি। রুমাল দিয়ে চোখ-মুখ মুছতে দেখা যায় রাষ্ট্রপতিকে।

শান্তির সময় সামরিক ক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান অশোকচক্র। আজ শহিদ জ্যোতিপ্রকাশের স্ত্রী সুষমানন্দ ও মা মালতি দেবীর হাতে সেই সম্মানই তুলে দেন রাষ্ট্রপতি। গত বছরের নভেম্বরে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার চান্দেরগড় গ্রামে দুই সন্ত্রাসবাদীকে খতম করে শহিদ হন জ্যোতিপ্রকাশ। গোপন সূত্রে খবর পেয়ে সন্ত্রাসবাদীদের খতম করার জন্য অভিযান চালায় গড়ুড় বাহিনী। শুরু হয় গুলির লড়াই। ছোট আগ্নেয়াস্ত্রর গুলিতে জখম হওয়ার পরেও গুলি চালিয়ে যেতে থাকেন জ্যোতিপ্রকাশ। শেষপর্যন্ত অবশ্য তিনি শহিদ হন। আজ এই বীর সেনাকে সম্মান জানালেন রাষ্ট্রপতি।