বছর শেষের মন কি বাত: এবার প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হবেন আসিয়ানের ১০ রাষ্ট্রনেতা, জানালেন প্রধানমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Dec 2017 12:49 PM (IST)
নয়াদিল্লি: আগামী ২৬ জানুয়ারির অনুষ্ঠানে একজনের বদলে প্রধান অতিথি হিসেবে থাকবেন ১০জন রাষ্ট্রনেতা। বছরের শেষ মন কি বাতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ কথা জানিয়েছেন। আসিয়ানভুক্ত দেশগুলির প্রধানরা নিমন্ত্রিত হবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই প্রথম একজন প্রধান অতিথির বদলে এতজন রাষ্ট্রনেতাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত করা হচ্ছে। এই আসিয়ান নেতাদের স্বাগত জানানোর জন্য আগ্রহী ভারত। তিনি আরও বলেছেন, যদি কোনও মুসলমান মহিলা হজে যেতে চান তবে তাঁর সঙ্গে একজন মেহরাম বা পুরুষ অভিভাবক থাকা অত্যাবশ্যক। তা না হলে হজে যেতে পারবেন না তিনি। বৈষম্যমূলক এই নীতি পাল্টে দিয়েছে তাঁর সরকার, ১৩০০ মহিলা পুরুষ অভিভাবক ছাড়াই হজে যাওয়ার জন্য আবেদন করেছেন। বহু বছরের যন্ত্রণা সওয়ার পর অবশেষে তাঁরা তিন তালাকের অভিশাপ থেকে মুক্তি পেয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি। গত সপ্তাহে তাঁর সঙ্গে দেখা করতে আসে কাশ্মীরের কয়েকজন ছাত্রী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, তাদের সাহস ও উৎসাহ দেখে অবাক হয়ে গিয়েছেন তিনি। একই সঙ্গে বলেছেন, অঞ্জুম বসির খান খাট্টাকের কথা, যিনি সন্ত্রাসের রাস্তা ছেড়ে মূল স্রোতে ফিরে এসেছেন, কাশ্মীরের প্রসাসনিক পরীক্ষায় প্রথম হয়েছেন তিনি। শুধু কাশ্মীরের নন, তিনি গোটা দেশেরই প্রেরণা। প্রধানমন্ত্রীর প্রশ্ন, দেশের প্রতিটি জেলায় মক পার্লামেন্ট আয়োজন করলে কেমন হয়। ১৫ অগাস্টের আশপাশ দেখে তা করা যেতে পারে। তিনি বলেছেন, ২১ শতকে যাঁরা জন্মেছেন ১ জানুয়ারি থেকে ভোটদানের বয়সে পৌঁছতে শুরু করবেন তাঁরা। ভারতীয় গণতন্ত্র স্বাগত জানাচ্ছে এই নতুন ভোটদাতাদের।