নয়াদিল্লি: গবেষণারত অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বিদেশি পড়ুয়াদের জন্য ‘নন-নেট’ ফেলোশিপ বন্ধ করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
সাধারণত, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ জুনিয়র রিসার্চ ফেলোরা প্রথম দুবছরের জন্য প্রতিমাসে ২৫ হাজার টাকা ভাতা হিসেবে পেয়ে থাকেন। এরসঙ্গে, যোগ হয় বাড়িভাড়ার ৩০ শতাংশ এবং বছরে একটি করে কন্টিনজেন্সি গ্রান্ট (আকস্মিক ঘটনার ক্ষেত্রে এককালীন ভাতা)।
একইভাবে, সিনিয়র রিসার্চ ফেলোরা সেই জায়গায় পেয়ে থাকেন তিন বছরের জন্য প্রতিমাসে ২৮ হাজার টাকা ভাতা, বাড়িভাড়ার ৩০ শতাংশ এবং বছরে একটি করে কন্টিনজেন্সি গ্রান্ট। অন্যদিকে, নন-নেট (নেট পরীক্ষায় অনুত্তীর্ণ) ফেলোরা এম.ফিল এবং পিএইচডি করার সময়ে যথাক্রমে মাসপ্রতি ৫ হাজার টাকা ও ৮ হাজার টাকা করে পেয়ে থাকেন।
কমিশনের তরফে এদিন এক নির্দেশিকায় জানানো হয়েছে, এম.ফিল এবং পিএইচডি গবেষণারত অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বিদেশি পড়ুয়াদের নন-নেট ফেলোশিপের অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে প্রতিবছর আরটিআই (তথ্য জানার অধিকার) আইনের আওতায় বহু মানুষ আবেদন করেন। একই দাবি নিয়ে আবেদন জমা পড়ে বিদেশি, অনাবাসী ও প্রবাসী ভারতীয়দের জন্যও।
কমিশন জানিয়ে দিয়েছে, তহবিলে টান থাকায় ২০১৫ সালে নন-নেট ফেলোশিপকে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের ফলে বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিক্রিয়া আসতে শুরু করে। যার জেরে মানবসম্পদ মন্ত্রক এই বিষয়টি খতিয়ে দেখতে একটি রিভিউ কমিটি নিয়োগ করে।